Posts

Showing posts from July, 2020

নতুন মাসের শুরতে ঠিক কতটা বাড়ল সোনার দাম, দেখে নিন আজকের দর

Image
বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে বহুবার সোনার দাম (Gold price) ওঠা নামা করতে দেখা গেছে। কিন্তু সোনার গহনা (Gold jewelry) কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত পড়েছে অনেকেরই। লকডাউনের মধ্যে কম খরচায় বিয়ের জোগাড় করলেও, সোনার গহনা কেনার সময় চোখে সর্ষে ফুল দেখেছেন অনেকেই। আজকে কলকাতায় (Kolkata) সোনার দাম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২৫১ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৫২৫১০ টাকা। কলকাতার তুলনায় আজ কিন্তু বেশ কম দিল্লীর সোনার মূল্য। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫২২১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২২১০ টাকা। চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫১২৬ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১২৬০ টাকা। কলকাতা, দিল্লী এবং চেন্নাই-এর পাশাপাশি সোনার দাম ৫০ হাজার পার হয়ে গেলেও, ব্যাঙ্গালোরেও। ব্যাঙ্গালোরে সোনার দাম আরও কম- ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫০৫১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫০৫১০ টাকা। ২২ ক্যারেটের সোনার পর আসি ২৪ ক্যারেটের বিষয়ে। ২৪ ক্যারেট সোনা দিয়ে সচরাচর গহনা তৈরি কাজ না করা হলেও, দামের দিক থেকে কিন্তু এগিয়ে থাকে এই সোনা। কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৩৮১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৩৮১০

‘বিশেষ ধর্মের ভয়ে এই বাড়ি বিক্রয় আছে” দিল্লীর হিন্দু বাড়ির বাইরে লাগানো পোস্টার নিয়ে সরব হলে মনোজ তিওয়ারি

Image
বাংলা হান্ট ডেস্কঃ  ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে CAA এর বিরোধিতার নামে অশান্থয়ে উঠেছিল দিল্লী (Delhi)। পাঁচ মাস কাটার পরেও অনেক মানুষের মন থেকে এখনো সেই বিভীষিকার ভয় যায় নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লীর মৌজপুর আর নূর-এ-ইলাহি এলাকায় হিন্দুদের বাড়ির বাইরে ধর্ম বিশেষের ভয়ে বাড়ি বিক্রির পোস্টার লাগানো হয়েছে। ওই এলাকা বাবাবরপুর বিধানসভার অন্তর্গত। এই বিধানসভায় দিল্লীর আম আদমি পার্টির সরকারের মন্ত্রী গোপাল রায় বিধায়ক হয়েছেন। উত্তর-পূর্ব দিল্লীর সাংসদ তথা দিল্লী বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ তিওয়ারি (Manoj Tiwari) এই বিষয়ে একটি ট্যুইট করেন। উনি গতকাল ওই এলাকার সফরে গেছিলেন। After my visit to the mohanpuri-maujpur, Babarpur vidhansabha in my north east Delhi parliament constituency along with @AjayMahawarBJP .. I have written to @CMODelhi @ArvindKejriwal Ji We should work together to bring peace and harmony. pic.twitter.com/PWcOfvzXR4 — Manoj Tiwari (@ManojTiwariMP) July 31, 2020 তিওয়ারি জানান, নিজের সংসদীয় এলাকার অন্তর্গত মৌজপুর আর মোহনপুরীর সফর করার পর উনি মুখ্যমন্ত্রী অরবিন্

আমরা ভারতকে কথা বলার বার্তা পাঠিয়ে ছিলাম কিন্তু জবাব আসেনিঃ নেপালের বিদেশমন্ত্রী

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) প্রতিবেশি দেশ নেপালের (Nepal) সাথে দীর্ঘ কয়েকমাস ধরে বেশ এক সমস্যা সৃষ্টি হয়েছে। চীনকে সঙ্গ দিতে গিয়ে নেপাল, ভারতের বিরোধিতা করতেও পিছপা হচ্ছে না। এই বিরোধের সূত্রপাত ঘটেছিল, বিতর্কিত তিন এলাকাকে নিয়ে নেপালের মানচিত্র প্রকাশের মাধ্যমে। বিতর্কিত অঞ্চল ২০১৯ সালের নভেম্বরে অষ্টম সংস্করণের মাধ্যমে ভারতের মানচিত্রের অন্তর্ভুক্ত হয়েছিল কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরা। কিন্তু এই তিন অঞ্চলকে নেপাল নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করলেই, শুরু হয় বিরোধ। প্রদীপ গাওয়ালি/ Pradeep Gyawali আলোচনার ডাকে সাড়া দেয়নি ভারত শুক্রবার নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি (Pradeep Gyawali) জানিয়েছেন, ‘এই অঞ্চলের সীমান্ত বিরোধ সমাধানের জন্য বারবার ভারতকে আহ্বান জানানো হলেও, ভারত আলোচনায় অংশগ্রহণ করেনি। আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক আলোচনার দিন নির্দ্ধারণের বিষয়ে জানতে চাইলেও, ভারত সেই ডাকে সাড়া দেয়নি’। We, time and again asked our Indian friends to formally start the diplomatic negotiation to settle these problems. We proposed the possible dates as well but our proposal w

মাঠে দর্শক রেখে IPL করার পরিকল্পনা আমিরশাহীর, অপেক্ষা BCCI- এর সবুজ সংকেতের।

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতবর্ষে করোনা ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে এই বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে না মেগা টুর্নামেন্ট আইপিএল। ভারতের বদলে এবার আরব আমিরশাহীতে হতে চলেছে আইপিএল। ইতিমধ্যে আমিরশাহী ক্রিকেট বোর্ড আইপিএল আয়োজন করার ব্যাপারে সমস্ত প্রকার তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে এরই মধ্যে ক্রিকেট প্রেমীদের জন্য এলো আরও এক সুখবর। সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে আমিরশাহী সরকার যদি অনুমতি দেয় তাহলে এবারের আইপিএলে স্টেডিয়ামে 30 থেকে 50 শতাংশ দর্শক রাখা হবে। কয়েকদিন আগে আমিরশাহী ক্রিকেট বোর্ডের কর্তারা জানিয়েছিলেন আমরা 20 শতাংশ দর্শক রাখার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছি। তবে এবার সরকারের অনুমতি নিয়ে দর্শক সংখ্যা আরও বাড়ানোর জন্য চিন্তাভাবনা করছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। সাংবাদিকদের মুখোমুখি হয়েছে আমিরশাহী ক্রিকেট বোর্ডের প্রধান মুবাশশির উসমানি জানিয়েছেন, আমরা চাই আইপিএলের মতো এত বড় টুর্ণামেন্টে দর্শকরা মাঠে বসে খেলা দেখুক। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি পেলেই আমরা এই ব্যাপারে সরকারের সাথে কথা বলব। তবে এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান

আবার পাকিস্তানের সরকারি ওয়েবসাইট হ্যাক করে নিলো ভারতীয় হ্যাকাররা !

Image
বাংলা হান্ট ডেস্কঃ  ভারত (INDIA) আর পাকিস্তানের (Pakistan) লড়াই যে শুধু সীমান্তেই হয় না, সেটা আশাকরি সবারই জানা আছে। সাধারণ ভারতীয়রাও এই লড়াইয়ে অংশ নেন, তবে বন্দুক নিয়ে অথবা কামান নিয়ে নয়। এই লড়াই হয় কম্পিউটার আর কিবোর্ড নিয়ে। এবারও এরকমই কিছু দেখা গেলো। সোশ্যাল মিডিয়ায় Anshul Saxena নামের এক ভারতীয় হ্যাকার পাকিস্তানের সরকারি ওয়েব সাইট হ্যাক করে সেখানে লিখে দিয়ে এলো … PKMKB। অনশুল নিজের ফেসবুক পেজে এই তথ্য শেয়ার করেন। সকাল সকাল নিজের ফেসবুক পেজ থেকে অনশুল একটি পাকিস্তানি সরকারি ওয়েব সাইটের ঠিকানা দেন। ওই ওয়েব সাইটটি হল http://www.kpkep.gov.pk। ওই পোস্টে তিনি লেখেন, ‘শুভ সকাল বন্ধুরা, পাকিস্তানের বিদ্যুত বিভাগ। মজা করো, পরে পোস্টটা মুছে দেবো।” ওই পোস্টে তিনি একটি ছবিও অ্যাড করেন, যেখানে ওনার আর ওনার টিমের মেম্বারদের ছবি দেখা যায়। আর ওই সমস্ত ছবি গুলো পাকিস্তানের ওই সরকারি ওয়েবসাইটে আপলোড করা। উল্লেখ্য, এটাই প্রথম না যে অনশুল আর তাঁর টিম পাকিস্তানের কোন ওয়েবসাইট হ্যাক করে নিজের ফেসবুক পেজে পোস্ট করল। এর আগেও অনশুল পাকিস্তানের শয়ে শয়ে ওয়েবসাইট হ্যাক করেছিল আর সেগুলো নিজের পেজে পোস্ট ক

করোনা সময়কালে বাংলাজুড়ে ৫০ কোটি টাকার ত্রাণ বিলি করেছে CPIM: সূর্যকান্ত মিশ্র

Image
বাংলাহান্ট ডেস্কঃ করোনা এবং আমফানের ত্রাণ বিলি নিয়ে মুখ খুললেন সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। করোনাকালে লকডাউনের মধ্যে এবং আমফানের পরবর্তী বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিল সিপিআইএম-এর প্রায় এক লক্ষ কর্মী, জানালেন সিপিআইএম-এর (Communist Party of India) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সিপিআইএম-এর কর্মকান্ড করোনার মধ্যে জারী হওয়া লকডাউনের কারণে সিপিআইএম-এর ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাংলার মানুষের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা, তাঁদের খাবারের ব্যবস্থা করে দেওয়া, পাশাপাশি রাজ্যের মানুষদের সুবিধার্থে রেশনের জোগান দেওয়া এবং সর্বোপরি মানুষের বিপদে আপদে চালু করা হেল্প লাইন নম্বরও। সেইসঙ্গে তারা নিজেরা স্যানেটাইজার তৈরি করে বিলি করা, এমনকি কমিউনিটি কিচেন খুলে মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া ইত্যাদি। এই সময়কালকে কাজে লাগিয়ে সিপিআইএম-এর যুব সংগঠন যেভাবে কাজ করে চলেছিল তাতে করে আলিমুদ্দিন স্ট্রিট কিছুটা হলেও আশার আলো দেখছে। আমরা প্রায় ৫০ কোটি টাকার ত্রাণ বিলি করেছি তবে এরই মধ্যে গত ২৯ জুলাই ‘বর্তম

উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাতের মধ্যে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Image
বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) পূর্বাভাস বলছে শুক্রবার শনিবার প্রবল বৃষ্টিপাত জারী থাকলেও, রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আগামীকালের তাপমাত্রা আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের আশঙ্কা রয়েছে। উত্তরের পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টির ফলে নদী উপছে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। ভূমি ধ্বসেরও আভাষ দিচ্ছে আবহাওয়াবিদরা। চলছে সতর্কতা জারী। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দক্ষিণের আবহাওয়া দক্ষিণের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে বাড়বে বৃষ্টির পরিমাণ। via Weather News

জনগণের সেবায় এগিয়ে বাংলা, স্কচ ফাইন্ডেশনের শ্রেষ্ঠ পুরস্কার পেল মমতা সরকার

Image
বাংলাহান্ট ডেস্কঃ ২০১৪ -এর পর ২০২০, মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) হাত ধরে আবারও বাংলার (West bengal) ঝুলিতে এল শ্রেষ্ঠত্বের সম্মান। দিল্লীর “স্কচ ফাইন্ডেশন”-এর তরফ থেকে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দফতর। করোনার সংকটের দিনেও এযেন এক নতুন উৎসবের জোয়ার। Public Grievance System ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়লাভের পর Public Grievance System-এর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষেরা এখানে তাঁদের অভিযোগ জমা দিতেন। সিস্টেম শুরুর দিন থেকে  আজ পর্যন্ত ৮ লক্ষ ১৬ হাজার অভিযোগ জমা পড়েছে। ৯৫ শতাংশই সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর মাত্র ১ বছরের মধ্যেই প্রায় এই পাহাড় সমান অভিযোগের মধ্যে থেকে ৯৫ শতাংশই সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রীর নব নির্মিত দফতর। যার কারণেই শ্রেষ্ঠত্বের তালিকায় একেবারে শীর্ষে উঠে এল বাংলার নাম। SKOCH FOUNDATION “SKOCH FOUNDATION”-এর তরফ থেকে দেশের উন্নতির স্বার্থে, প্রকল্প বাস্তবায়নের দিক থেকে শ্রেষ্ঠ রাজ্যকে বেছে নেওয়া হয়। দেশের বিভিন্ন সেরা রাজ্যকে প্রতি বছর দশটি রুপো, তিনটি সোনা ও একটি প্লাটিনাম সম্মানে সম্মান

জনগণের সেবায় এগিয়ে বাংলা, স্কচ ফাইন্ডেশনের শ্রেষ্ঠ পুরস্কার পেল মমতা সরকার

Image
বাংলাহান্ট ডেস্কঃ ২০১৪ -এর পর ২০২০, মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) হাত ধরে আবারও বাংলার (West bengal) ঝুলিতে এল শ্রেষ্ঠত্বের সম্মান। দিল্লীর “স্কচ ফাইন্ডেশন”-এর তরফ থেকে এই শ্রেষ্ঠত্বের পুরস্কার পেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দফতর। করোনার সংকটের দিনেও এযেন এক নতুন উৎসবের জোয়ার। Public Grievance System ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়লাভের পর Public Grievance System-এর সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষেরা এখানে তাঁদের অভিযোগ জমা দিতেন। সিস্টেম শুরুর দিন থেকে  আজ পর্যন্ত ৮ লক্ষ ১৬ হাজার অভিযোগ জমা পড়েছে। ৯৫ শতাংশই সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর মাত্র ১ বছরের মধ্যেই প্রায় এই পাহাড় সমান অভিযোগের মধ্যে থেকে ৯৫ শতাংশই সমাধান করে দিয়েছে মুখ্যমন্ত্রীর নব নির্মিত দফতর। যার কারণেই শ্রেষ্ঠত্বের তালিকায় একেবারে শীর্ষে উঠে এল বাংলার নাম। SKOCH FOUNDATION “SKOCH FOUNDATION”-এর তরফ থেকে দেশের উন্নতির স্বার্থে, প্রকল্প বাস্তবায়নের দিক থেকে শ্রেষ্ঠ রাজ্যকে বেছে নেওয়া হয়। দেশের বিভিন্ন সেরা রাজ্যকে প্রতি বছর দশটি রুপো, তিনটি সোনা ও একটি প্লাটিনাম সম্মানে সম্মান

উত্তরে জারি ভারী বৃষ্টিপাত, জেনে নিন কেমন থাকবে পুরো বাংলার আজকের আবহাওয়া

Image
বাংলাহান্ট ডেস্কঃ সকালের শুরুতেই জেনে নিন আজকের আবহাওয়া (Today’s weather)। কেমন যাবে গোটা দিন? বাংলার কোন দিকে কেমন থাকবে আবহাওয়া? নতুন মাসের শুরুতেই আবহাওয়ার আপডেট (weather update) জানিয়ে দিল আবহাওয়া দফতর। শহরের তাপমাত্রা শনিবার সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের আকাশে চড়া রোদ বিরাজ করছে। সেইসঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণও বেশিই রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরের আকাশ বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরবঙ্গে। সেই বৃষ্টি চলবে আজও। বর্তমানে রাজস্থান থেকে আগরা হয়ে হিমালয়ের পাদদেশ থেকে মণিপুর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। সেই কারণেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। জারী হয়েছে সতর্কতা উত্তরে প্রবল বৃষ্টিপাতের জেরে নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর উপরক

বিশেষ দুই রাশির জাতক-জাতিকার উপর শনিদেবের আশির্বাদ কেন সর্বদা বিরাজমান, জানুন বিস্তারিত

Image
বাংলাহান্ট ডেস্কঃ শনিদেবকে (Shani Deb) অশুভ বলা হলেও, এই কথা ভুল যে শনি দেব দুর্ভাগ্যের দেবতা। সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা হলেন শনিদেব। সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র তিনি, এজন্য তাকে ‘ছায়াপুত্র’-ও বলা হয়। শনিদেব, মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা। শনিদেব সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা। অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন। বিভিন্ন রাশির মধ্যে মাত্র ২ রাশির অধিপতি শনিদেব। জেনে নিন সেই দুই রাশি সম্পর্কে। কুম্ভ রাশি – কুম্ভ রাশির (Aquarius) মানুষেরা বেশিরভাগ সময়ে একা থাকতে বেশি ভালোবাসেন। এই রাশির মানুষেরা অত্যন্ত ভাবুক ও ধর্মপরায়ণ হন। এই রাশি অন্তর্ভুক্ত ব্যক্তিরা সাধারণত ভালো স্বভাবের হলেও, গ্রহের ফেরে এরা নিষ্টুর প্রকৃতিরও হয়ে যান। তবে এই রাশির জাতকদের চাকরি থেকে ব্যবসার ভাগ্য অনেক ভালো থাকে। শনি দেব এই রাশির ব্যক্তিদের অধিকর্তা হওয়ার দরুণ,প্রথম জীবনে প্রচুর কষ্ট ভোগ করলেও, পরবর্তী জীবনে এরা প্রভূত সুখের অধিকার

নয় বছরের মেয়ের উপর যৌন নিগ্রহ নওয়াজউদ্দিনের ভাইয়ের, পুরো পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের আলিয়ার

Image
বাংলাহান্ট ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui) ও তাঁর পুরো পরিবারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি (aaliya siddiqui) ওরফে অঞ্জনা আনন্দ কিশোর পাণ্ডে । মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারা ও POSCO আইনের আওতায় এফআইআর দায়ের করা হয়েছে। আলিয়ার অভিযোগ তাঁর মেয়ের বয়স যখন ৯ বছর ছিল তখন নওয়াজউদ্দিনের ভাই মিনহাজউদ্দিন তাকে যৌন নিগ্রহ করে এবং অশ্লীল ভিডিও দেখায়। এখন আলিয়া ও নওয়াজউদ্দিনের মেয়ের বয়স ১৭ বছর। আলিয়া জানান, এই ঘটনা ঘটেছিল অভিনেতার উত্তর প্রদেশের বাড়িতে। সেই সময়ে নওয়াজউদ্দিন ছিলেন মুম্বইতে। পরে আলিয়া মুম্বই গিয়ে এই ঘটনা জানান অভিনেতাকে। কিন্তু নওয়াজ তাঁকে বলেন এই ঘটনা প্রকাশ‍্যে আসলে তাঁর কেরিয়ারের ক্ষতি হবে। তাই বিষয়টা গোপন রেখে নিজেদের মধ‍্যে সমাধান করাই ভাল। এখন আইনজীবীর মাধ‍্যমে ভারসোভা থানায় এফআইআর দায়ের করেছেন আলিয়া। নওয়াজউদ্দিনের বাবা ও মায়ের বিরুদ্ধেও শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন আলিয়া। প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া অভিযোগ করেন, তিনি যখন নওয়াজউদ্দিনের প্রথম সন্তানে

অভিনব সাইকেল আবিষ্কার ভারতীয় রেলের, যাত্রী সুরক্ষা এবার আরো সহজে , দেখুন ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় রেল (Indian railway) যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে  নতুন একটি উদ্ভাবনী ব্যবস্থা চালু করেছে । রেল ট্র্যাক পরিদর্শন, তদারকি এবং জরুরি মেরামতের জন্য রেল লাইনের ওপর দিয়ে দ্রুত চলাচল করতে পারে এমন একটি অভিনব রেল সাইকেল চালু করেছে।  রেল মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে যে, বর্ষা মরসুমে, কখনও কখনও পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়, যার ফলে ট্রেন পরিষেবা অযাচিত ভাবেই আটকে যায়।  রেল সাইকেলের সাহায্যে, আপদকালীন পরিস্থিতিতে অত্যন্ত কম সময়ে মেরামতির কাজ সম্পন্ন করা যাবে বলে দাবি রেলমন্ত্রকের। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের পরে, ব্রিজের কাছাকাছি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ অবস্থানগুলিতে খুব সহজেই রেল সাইকেলের সাথে অল্প সময়ের মধ্যে কর্মীরা পৌঁছে যেতে পারবে। রেল মন্ত্রক সূত্রে জরুরি অবস্থা ছাড়াও রেল সাইকেল হট ওয়েদার প্যাট্রোলিংয়ের পাশাপাশি রেল ট্র্যাকগুলির দৈনিক পর্যবেক্ষণের জন্য খুব সহায়ক হবে।  চলমান COVID-19 মহামারীর কারণে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের কিছু অংশ বর্তমানে ট্র্যাফিকের জন্য বন্ধ রয়েছে।  এই বিভাগগুলিতে রেল সাইকেলটির মাধ্যমে টহল দেওয়া ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্যবহার

জেএনইউতে CAA বিরোধী সভায় হাজিরার জন‍্য পাঁচ কোটি, দীপিকার পাশে দাঁড়িয়ে সরব স্বরা ভাস্কর

Image
বাংলাহান্ট ডেস্ক: জেএনইউতে (jnu) CAA বিরোধী সভায় উপস্থিত থেকে পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপিকা পাডুকোন (deepika padukone), সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। এবার দীপিকাকে সমর্থন করে সমালোচকদের উদ্দেশে তোপ দাগলেন স্বরা ভাস্কর (swara bhaskar)। বলিউডের সম্পর্কে রটানো সব গুজবই মানুষ বিশ্বাস করে নেয়, এমনটাই বক্তব‍্য স্বরার। আসলে এক ব‍্যক্তি স্বরাকে কটাক্ষ করে টুইট করেন, ‘জেএনইউতে CAA বিরোধী সভায় দু মিনিট উপস্থিত থাকার জন‍্য পাঁচ কোটি টাকা নিয়েছেন দীপিকা পাডুকোন। অথচ স্বরা ভাস্কর এক বছর ধরে CAA বিরোধিতায় বলেও একটা C গ্রেড ওয়েব সিরিজ ছাড়া আর কিছুই জোটাতে পারেননি। ঈশ্বর মানুষকে অবসাদ দিন কিন্তু সাম‍্যবাদ না।’ এদিকে স্বরাও চুপ করে থাকার পাত্রী নন। তিনি পাল্টা টুইট করেছেন, ‘বলিউডের সম্পর্কে এমন মিথ‍্যে গুজব রটানো হয় অথচ আমরা সেসব কেন বিশ্বাস করি? সে গুজবগুলি যতই অশ্লীল ও মিথ‍্যে হোক না কেন’। তবে স্বরা এই প্রসঙ্গে সরব হলেও দীপিকা এখনও মুখে কুলুপ এঁটেই রয়েছেন। The kind of idiotic misinformation that is peddled ceaselessly by RW about #Bollywood is partly why we as a public accept

রাস্তার আলোর নীচে পড়াশোনা করেই দারুন নম্বর দশমে, ভাইরাল ভিডিওতে শুভেচ্ছার বন্যা

Image
বাংলাহান্ট ডেস্ক , ভাইরাল ভিডিওঃ আসমা সেলিম শেখের বয়স মাত্র 17, মুম্বাইয়ের সিএসটিতে আজাদ ময়দান সংলগ্ন ফুটপাতে বাস করা এই মেয়েটি এই মুহুর্তে দারুন চর্চায়। তার কারন সে রাস্তার আলোতে পড়াশোনা করো হেরজিবোয় আল্লাহ রাকা ও লালজিবয় সাজন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে  দশম শ্রেণী পাস করেছে।এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তাকে নিয়ে করা ভিডিও এই মুহুর্তে ভাইরাল (viral video) নেটপাড়ায়। আসমা জানান, তার বাবা সেলিম শেখ রাস্তার পাশে লেবুর শরবতের ব্যবসা করেন। বাস মুম্বাইয়ের সিএসটিতে আজাদ ময়দান সংলগ্ন ফুটপাতে। বলা বাহুল্য, আসমা সেলিম শেখের সাফল্য এই খোলা আকাশের নীচে বসবাস করা এই পরিবারের ‘বাড়ি’ আলোকিত করেছে । বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়।  তবুও তার বাবা তাকে প্রাইভেট টিউশন -এ ভর্তি করেছিলেন ।  তবে এখনও ফি প্রদান করা হয়নি।  তিনি বলেন, ‘আমার বাড়ি না থাকায় আমায় স্ট্রিট লাইটের নিচে পড়াশোনা করতে হয়েছে। আমার সাফল্যে সবাই খুব খুশি। এখন আমি আর্টস স্ট্রিমের মাধ্যমে পড়াশোনা করতে চাই।’ পড়ার অদম্য তাগিদ দেখে প্রাক্তন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী মিলিন্দ দেওড়া মেয়েটিকে সম্ভাব্য সকল উ

মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী মোদীর ছবিকেই ভাই বানিয়ে পরালেন রাখি, করালেন মিষ্টি মুখও

বাংলা হান্ট ডেস্কঃ  উত্তর প্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে (Varanasi) মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) প্রতীকী রাখি বাধেন, আর একে অপরকে মিষ্টি খাওয়ান। মুসলিম মহিলারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকৃত ভাই হওয়ার দায়িত্ব পালন করেছেন। দালমণ্ডি এলাকার মুসলিম মহিলারা তিন তালাক আইন তুলে দেওয়ার বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিকে রাখি বেঁধে মিষ্টি মুখ করান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত লোকসভার আগে মুসলিম মহিলাদের স্বস্তি দিতে তিন তালাকের মতো কুপ্রথা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন। আর সরকারের গঠনের পর গোটা দেশে তিন তালাক বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও তিন তালাক দেওয়া মুসলিম পুরুষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেলে এবার তিন তালাকের ভয় মুসলিম মহিলাদের মন থেকে পালিয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় এলাকা বারাণসীতে মুসলিম মহিলারা বহু বছর ধরে ওনাকে সমর্থন করে আসছে। আর এই কারণে প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় এলাকায় শুক্রবার মুসলিম মহিলা মঞ্চ সমেত অনেক মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী দ্বারা তিন তালাকে তুলে দেওয়ার বর্ষপূর্তিতে সবাইকে শুভ

‘আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে সুশান্তকে’, যুক্তি দিয়ে বোঝালেন সুব্রহ্মণ্যম স্বামী

Image
বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু নিয়ে একাধিক বার সরব হয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy)। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আইনজীবী নিয়োগ থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। এবার ফের মুখ খুললেন বিজেপি নেতা। সুশান্ত আত্মহত‍্যা করেননি, খুন করা হয়েছে তাঁকে। এমনটাই বক্তব‍্য সুব্রহ্মণ‍্যম স্বামীর। এই বক্তব‍্যের সপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছেন তিনি। একটি টুইটে ২৬টি বিষয় তুলে ধরে তিনি মন্তব‍্য করেছেন এই সব বিষয়গুলিই তাঁকে ভাবাচ্ছে যে সুশান্তের মৃত‍্যু আত্মহত‍্যা নয়, বরং খুন। ১. সুশান্তের ঘর থেকে পাওয়া অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, ২. তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন, ৩. চিহ্নের দৈর্ঘ‍্য, ৪. ঘরে চেয়ার টেবিল কিছুই পাওয়া যায়নি যার উপর দাঁড়িয়ে আত্মহত‍্যা করা যায়, ৫. ফ‍্যান থেকে যে কাপড় ঝুলছিল তার সঙ্গে আঘাতের চিহ্নের বৈসাদৃশ‍্য, ৬. কোনও সুইসাইড নোট মেলেনি, ৭. জিভ বের হয়ে আসেনি এমনই আরও ১৯ টি বিষয় তুলে ধরেছেন সুব্রহ্মণ‍্যম স্বামী। Why I think Sushanth Singh Rajput was murdered pic.twitter.com/GROSgMYYwE — Subramanian Swamy (@Swamy39) July 30

সুখবরঃ ৪ টি করোনা ভ্যাকসিন ইতিমধ্যেই সফল হয়েছে বাঁদরের দেহে

Image
বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভ্যাকসিনের (corona Vaccine) বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দিল এক বড় সুখবর। প্রায় ২৫ টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছিল করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে। এই ভ্যাকসিনের মধ্যে ২ টি ছিল ভারতের পক্ষ থেকে। তবে এই ভ্যাকসিনের পরীক্ষার মধ্যেই আশা জাগানো সংবাদ দিল WHO। ফল মিলেছে বাঁদরের দেহে পরীক্ষাকৃত ভ্যাকসিনগুলোর মধ্যে ৪ টি ভ্যাকসিন ইতিমধ্যেই বাঁদরের দেহে সফল হয়েছে। এই ঘটনার ফলে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই করোনা ভাইরাসের সঠিক প্রতিষেধক বাজারজাত করা সম্ভব হবে। AZD1222 ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দ্বারা প্রস্তুত AZD1222 ভ্যাকসিন। এই ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের দারুণ সাফল্যের পর তৃতীয় পর্যায়ে মানবদেহের উপর পরীক্ষা চলছে। কাজ করছে নেদারল্যান্ডসও নেদারল্যান্ডসও ভ্যাকসিন পরীক্ষায় বেশ এগিয়ে রয়েছে। ভ্যাকসিন প্রস্তুত করে তার একটি ডোজ বাঁদরের দেহে পরীক্ষা করে দেখা গেছে, এই ভ্যাকসিন বাঁদরের দেহে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। পরীক্ষার দ্বারা ছয়টির মধ্যে পাঁচটি বাঁদরই সুস্থ হয়ে উঠেছে। ভ্যাকসিন mrna1273 আমেরিকার মোদারনা ইনক ভ্যাকসিন mrna1273, এ

হাঁস শিকারে পুকুরে নেমে নাজেহাল বাঘ মামা , ভাইরাল ভিডিও দেখে হেঁসে পাগল নেটপাড়া

বাংলাহান্ট ডেস্কঃ ভাইরাল ভিডিও : পৃথিবীতে যত শিকারি প্রাণী আছে তাদের মধ্যে বাঘ অন্যতম হিংস্র। আর এই বাঘকেই কিনা ল্যাজে গোবরে করল আপাত নিরীহ একরত্তি হাঁস। ভাইরাল ভিডিও (viral video) দেখে হেসে খুন নেটপাড়া। বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন করা ছবি ও ভিডিওগুলি সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেটাগরিকেরা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। এবার বাঘকে বোকা বানিয়ে নেটদুনিয়াতে জোর চর্চায় এল এক রত্তি হাঁস । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক ভয়াল বাঘ পুকুরে নেমেছে হাঁস শিকার করতে। কিন্তু সামনে নিশ্চিত মৃত্যু জেনেও ভয় পায় না হাঁসটি। বরং বাঘটি তার সামনে আসতেই সে পুকুরে ডুব দেয় হাঁসটি। তারপর এক ডুবে এক্কেবারে বাঘের পেছনে। ততক্ষণে বাঘ মামা ভ্যাবাচাকা খেয়ে গেছেন। আর সেই সুযোগেই পালিয়ে যায় হাঁসটি। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রথম ভাইরাল হয় ২০১৮ সালের প্রথম দিকে। তখন নেট দুনিয়ায় সাড়া ফেলে দেয় ভিডিওটি। বয়ে যায় লাইক কমেন্টের বন্যা। সম্প্রতি আবার নতুন করে নেট পাড়ার নজরে এসেছে এই ভাইরাল ভিডিওটি। The great escape.. pic.twitter.com/OybbvAdahr — Buitenge

জেনে নিন নতুন মাসের শুরুতে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া, কি জানাল আবহাওয়া দফতর

Image
বাংলাহান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে চলছে ভারী বর্ষণ, কিন্তু দক্ষিণের আবহাওয়ায় (Weather) বৃষ্টির দেখা নেই। এরই মাঝে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (weather tomorrow ? নতুন মাসের শুরুতে কেমন থাকবে বাংলার আকাশ? জেনে নিন। শহরের তাপমাত্রা কেমন থাকবে? গতকাল অর্থাৎ শনিবার কলকাতা (Kolkata) শহরের তাপমাত্রা থাকবে সর্বচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। গতকাল শহরের আকাশ মূলত আবছাই থাকবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের আবহাওয়া আগস্টের প্রথম সপ্তাহে প্রবল বর্ষণের মুখোমুখি হবে দক্ষিণবঙ্গ। আগস্টের শুরুতেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন। আর এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। যার ফলে দক্ষিণে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেইসঙ্গে নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকার বাঁধ খুলে দেওয়া যেতে পারে। উত্তরের সতর্কতা উত্তরবঙ্গে জারী রয়েছে ভারী বৃষ্টিপাত। মৌসুমি বায়ু হিমালয়ের পাদদেশে অবস্থানের ফলে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং-এলাকা সম্মুখীন হবে ঘোর বর্ষার। ল

সেপ্টেম্বরেই পরিবারে নতুন অতিথি, সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করলেন শুভশ্রী

Image
বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের মধ‍্যেই সাধ খেলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। সুন্দর করে সেজেগুজে বাড়িতেই ছোট করে সাধের অনুষ্ঠান করলেন পরিচালক রাজ চক্রবর্তী ও শুভশ্রী। এবার অপেক্ষা রাজ শুভশ্রীর পরিবারে এক ফুটফুটে নতুন অতিথি আসার। পরনে হলুদ শাড়ি, হালকা সোনার গয়না, হালকা মেকআপেও উপচে পড়ছে শুভশ্রীর ‘প্রেগনেন্সি গ্লো’। এমন মোহময়ী রূপেই সাধের দিন ধরা দিলেন অভিনেত্রী। সেই সব ছবি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই বয়ে গেল শুভেচ্ছার বন‍্যা। অনুরাগীরা তো বটেই, শুভশ্রীর টলিপাড়ার বন্ধুবান্ধব ও সহকর্মীরা কেউই বাদ যাননি কমেন্ট করতে। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় থেকে শুরু করে শ্রাবন্তী, অঙ্কুশ, প্রিয়াঙ্কা সকলেই শুভেচ্ছা জানান শুভশ্রীকে। View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on Jul 30, 2020 at 2:47am PDT লকডাউন ও করোনা পরিস্থিতির মধ‍্যে সাবধানতা অবলম্বন করে বাড়িতেই হয়েছে শুভশ্রীর সাধের অনুষ্ঠান। ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিলেন শুধুমাত্র পরিবারের সদস‍্যরা। এরপর ২৯ সেপ্টেম্বর নতুন অতিথির আগমনের জন‍্