Posts

Showing posts from May, 2020

আসানসোলে খোঁজ মিলল গোপন অস্ত্র কারখানার, উদ্ধার ১০০টি অস্ত্র-সহ বিপুল সরঞ্জাম, গ্রেফতার ৬

Image
বাংলাহান্ট ডেস্কঃ আসানসোলে (Asansol) অস্ত্র কারখানার সন্ধান পেল কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) (STF)। বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ি যৌথ ভাবে অভিযান করে। সেই অভিযানে নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নুরনগরে বিশাল অস্ত্র তৈরি কারখানার হদিস পায় পুলিশ। বিপুল সংখ্যায় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে তারা। গ্রেফতার করেছে ছ’জনকে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০০টা তৈরি অস্ত্র, অন্তত সাড়ে তিনশোটি অর্ধ নির্মিত অস্ত্র, একটা লেদ মেশিন এবং একটা ঝালাই করার যন্ত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গত ১৯ ফেব্রুয়ারি কলকাতায় (kolkata) এসটিএফের এক আধিকারিক বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সৌকত আনসারিকে গ্রেফতার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আসানসোলের নিয়ামতপুর এলাকায় অস্ত্র তৈরির কারখানার কথা জানতে পারে পুলিশ। লকডাউনের মধ্যে এসটিএফের এক আধিকারিক সাধারন নাগরিকের বেশে নিয়ামতপুর এলাকায় সন্ধান চালাতে থাকেন। সম্পূর্ণ তথ্য পাওয়ার পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাহায্যে শুক্রবার সন্ধ্যায় হানা দেয় নুরনগর এলাকায়। ঘ

সামির সাথে পুরোনো ছবি পোস্ট করে ফের সামিকে একহাত নিলেন হাসিন জাহান।

Image
কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান মারাত্মক অভিযোগ এনেছিলেন। তার অভিযোগের জেরে কেঁপে উঠেছিল ভারতীয় ক্রিকেট। তারপর তৈরি হয়েছিল বিস্তর জলঘোলা। একটা সময় সামির কেরিয়ার শেষ হওয়ার মুখে দাঁড়িয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত হাসিন জাহান নিজের অভিযোগে অনড়। সামি এবং তার পরিবারকে শাস্তি দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। মহম্মদ সামির বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ করেছিলেন যে, সামি একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এছাড়াও সামির পরিবার তার উপর দীর্ঘদিন শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করতো। হাসিন জাহানের অভিযোগ সামি জাতীয় দলের একজন ক্রিকেটার বলেই তিনি বিসিসিআই এর সাহায্য নিয়ে বারবার আইনের চোখে বেঁচে যাচ্ছেন। একজন সেলিব্রেটি বলেই আইনকে ফাঁকি দিয়ে সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। কিন্তু তিনি সামিকে শাস্তি পাইয়েই ছাড়বেন। তারপর দীর্ঘদিন কেটে যাওয়ায় এই ব্যাপারটা কিছুটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল কিন্তু এরই মধ্যে হাসিন জাহান নিজের ইনস্টাগ্রামে সামির সাথে একটি পোস্ট দিয়ে ফের আগুন জ্বালিয়ে দিলেন। সামির সাথে একটি পুরোনো ছবি পোস

সামির সাথে পুরোনো ছবি পোস্ট করে ফের সামিকে একহাত নিলেন হাসিন জাহান।

Image
কয়েক মাস আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান মারাত্মক অভিযোগ এনেছিলেন। তার অভিযোগের জেরে কেঁপে উঠেছিল ভারতীয় ক্রিকেট। তারপর তৈরি হয়েছিল বিস্তর জলঘোলা। একটা সময় সামির কেরিয়ার শেষ হওয়ার মুখে দাঁড়িয়েছিল। তারপর কেটে গিয়েছে বেশ অনেকটা সময়। কিন্তু এখনও পর্যন্ত হাসিন জাহান নিজের অভিযোগে অনড়। সামি এবং তার পরিবারকে শাস্তি দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। মহম্মদ সামির বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ করেছিলেন যে, সামি একাধিক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন। এছাড়াও সামির পরিবার তার উপর দীর্ঘদিন শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করতো। হাসিন জাহানের অভিযোগ সামি জাতীয় দলের একজন ক্রিকেটার বলেই তিনি বিসিসিআই এর সাহায্য নিয়ে বারবার আইনের চোখে বেঁচে যাচ্ছেন। একজন সেলিব্রেটি বলেই আইনকে ফাঁকি দিয়ে সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। কিন্তু তিনি সামিকে শাস্তি পাইয়েই ছাড়বেন। তারপর দীর্ঘদিন কেটে যাওয়ায় এই ব্যাপারটা কিছুটা হলেও ধামাচাপা পড়ে গিয়েছিল কিন্তু এরই মধ্যে হাসিন জাহান নিজের ইনস্টাগ্রামে সামির সাথে একটি পোস্ট দিয়ে ফের আগুন জ্বালিয়ে দিলেন। সামির সাথে একটি পুরোনো ছবি পোস

বয়স ৮১ হলেও সেবাকে মনে করেন আসল ধৰ্ম, বিনামূল্যে ২০ লক্ষ মানুষকে খাবার প্রদান করেন শিখ ব্যাক্তি

Image
বাংলাহান্ট ডেস্কঃ গত দুই মাস ধরে লকডাউনের মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) জাতীয় হাইওয়ে-৭ এর করঞ্জি (Karanj) অঞ্চলের যাত্রীদের শুকনো খাবার দিয়ে সহায়তা করছেন বাবা কর্নেল সিং খাইরা (Baba Karnail Singh Khaira)। রাস্তা দিয়ে দিয়ে যাওয়া হাজার হাজার বাস, ট্রাক, টেম্পো এবং অন্যান্য যানবাহনের যাত্রীদের সাহায্য করলেন তিনি। রাস্তার ধুলাবালির মধ্যে প্লাস্টিকের শীটযুক্ত রামশ্যাকল টিনের শেডে বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও করেছেন। বিনামূল্যে খাবার প্রায় ৪৫০ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথের মধ্যে শুধুমাত্র এই ধাবায় একদম বিনামূল্যে খারাব পাওয়া যায়। এই প্রত্যন্ত উপজাতি অঞ্চলে প্রায় ১৫০ কিমি থেকে ৩০০ কিমি রাস্তার মধ্যে কোন খাবারের দোকান নেই। সেই কারণে বেশিরভাগ মানুষজন এই ‘গুরু কা লাংগার’-এ থামেন এবং আহার গ্রহণ করেন। লঙ্গরখানা খোলার নির্দেশ গুরুদ্বার ভাগোদ সাহেব দূরে থাকার দরুণ ১৯৮৮ সালে নান্দেদ গুরুদ্বার সাহেবের বাবা নরিন্দর জী এই লঙ্গর খানা খোলার নির্দেশ দেন। সেই মতো গত ৩২ ধরে এই লঙ্গরখানা চলছে। গত ২৪ শে মার্চের লকডাউনের সময় থেকেই আটকে পড়া পরিযায়ী শ্রমিক, ভ্রমণকারী, ট্রাকার এবং গ্রামবাসী সহ কয়েক হাজার মান

BIG BREAKING: এমার্জেন্সি মিটিংয়ে বসল মোদী ক্যাবিনেট, আজ নেওয়া হবে ঐতিহাসিক সিদ্ধান্ত

বাংলা হান্ট ডেস্কঃ  দেশে আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে। প্রতিদিনই ভাইরাসে আক্রান্তদের সংখ্যা রেকর্ড ভাঙছে। আর এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে। মোদী ক্যাবিনেট (Modi Cabinet) আজ ১১ টা থেকে বৈঠকে বসেছে এবং আজ দেশের এই সঙ্কট নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপনাদের জানিয়ে দিই যে, লকডাউনের পঞ্চম দফাকে সরকার তিন ভাগে বিভক্ত করেছে। আর সেটিকে আনলক ১ এর নাম দেওয়া হয়েছে। আর আনলক ১ এর প্রথম দিনের করোনা রোগীর সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৩৯২ টি নতুন মামলা সামনে এসেছে। এর সাথে সাথে দেশে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৯০ হাজার ৫৩৪ হয়ে গেছে। করোনার বর্ধিত মামলার কথা মাথায় রেখে আজ সকাল ১১ টা থেকে মিটিংয়ে বসেছে মোদী ক্যাবিনেট। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই বৈঠকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হটে পারে। এর সাথে সাথে ব্যাংক আর ঋণ মুকুব নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অর্থব্যবস্থাকে লাইনে আনার জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে। এই ২০ লক্ষ কোটি টাকা সূক্ষ্ম, লঘু, মাঝারি শিল্পের জন্য। এই প্যাকেজ সে

আবারও ভারতবিরোধী হচ্ছে নেপাল, ভারতের জমিকে নিজের দাবি করে মাত্রচিত্র পেশ সংসদে

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) তীব্র বিরোধিতা সত্ত্বেও দেশের নতুন মানচিত্র নেপালের (Nepal) পার্লামেন্টে উপস্থাপন করা হয়েছে। গতকাল রবিবার ‘ম্যাপ আপডেট বিল’ নামের বিলটি পাসের জন্য পার্লামেন্টে উপস্থাপন করা হয় বলে জানিয়েছে হিমালয়ান টাইমস। নতুন মানচিত্রে ভারত-নেপাল সীমান্তের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ বলে দাবি করা হয়েছে। এই তিন এলাকা নিয়ে ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। নয়াদিল্লির দাবি, এ তিনটিই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত। উল্টো দিকে নেপালও এই এলাকাগুলো তাদের অংশ বলে দাবি করে আসছে। সম্প্রতি ভারত উত্তরাখণ্ডের গাটিয়াবর্গ থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তা উদ্বোধন করার পর দুই দেশের মধ্যে বিরোধ চরমে ওঠে। নেপাল দাবি করে, এই রাস্তার অংশ নেপালের ভূখণ্ডের মধ্য দিয়ে গেছে। ভারত অবশ্য সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ওই রাস্তা খুলে যাওয়ার কয়েক দিন পর নেপালের ভূমি মন্ত্রণালয় দেশের সংশোধিত নতুন মানচিত্র প্রকাশ করে। এতে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় ভারতীয় পররাষ্ট্র

জম্মু কাশ্মীরে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছিল পাকিস্তানি জঙ্গি! ভারতীয় সেনার গুলিতে খতম তিন

বাংলা হান্ট ডেস্কঃ  জম্মু কাশ্মীরের নৌশেরা সেক্টরে ভারতীয় সেনা (Indian Army) জঙ্গিদের অনুপ্রবেশের ষড়যন্ত্র ব্যার্থ করে দিলো। নিয়ন্ত্রণ রেখা দিয়ে তিন পাকিস্তানি (Pakistan) জঙ্গি ভারতে (India) ঢোকার চেষ্টা চালাচ্ছিল। জঙ্গি অনুপ্রবেশের আন্দাজা পেতেই ভারতীয় সেনা তৎপর হয়ে যায় আর অভিযান শুরু করে দেয়। ভারতীয় সেনার অভিযানে পাকিস্তানের তিন জঙ্গি খতম হয়। এখনো পর্যন্ত গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। আপনাদের জানিয়ে দিই, পাকিস্তান লাগাতার ভারতে জঙ্গি পাঠানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। আর সেই কারণেই পাকিস্তানি সেনা প্রায় দিনই যুদ্ধ বিরতি লঙ্ঘন করেই চলেছে। পাকিস্তানের এই ষড়যন্ত্রের কথা মাথায় রেখে সম্প্রতি শ্রীনগরে সেনা, পুলিশ আর নাগরিক প্রশাসনের কোর গ্রুপের বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জঙ্গিদের খতম করার সাথে সাথে তাদের আর্থিক মদতের লাইনও কেটে দেওয়া হবে। আর এরজন্য জঙ্গিদের সহায়তাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। জঙ্গিদের মদতকারীদের ধরলেই আর্থিক সাহায্য রোখা যাবে। In an ongoing counter-infiltration operation since 28 May, alert troops of Indian Army elimina

সোনু সুদকে বিজেপির এজেন্ট ও কংগ্রেস বিরোধী বলে আক্রমন কংগ্রেস সমর্থকদের

Image
বাংলাহান্ট ডেস্কঃ হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরেয়ে সব মহলের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন সোনু সুদ (Sonu Sood)। আম জনতা থেকে বলিউড তারকা,এমনকি রঙ নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরাও কুর্নিশ জানাচ্ছেন সুপারম্যান সোনু সুদকে। তারকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগকে আগেই মহত্ বলে উল্লেখ করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং(Bhagat Singh) কোশিয়ারি, এবার সোনুর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ সারলেন রাজ্যপাল। শনিবার রাজভবনে অভিনেতার সঙ্গে একান্ত আলাপচারিতা সারতে দেখা গেল রাজ্যপালকে। জানা গিয়েছে সোনুর কাজের ভূয়সী প্রশংসা করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। प्रसिद्ध अभिनेते सोनू सूद यांनी राज्यपाल भगतसिंह कोश्यारी यांची राजभवन येथे भेट घेतली. स्थलांतरित लोकांना त्यांच्या मूळ राज्यात पोहचविण्यासाठी तसेच लाखो लोकांच्या भोजन व्यवस्थेसाठी त्यांनी केलेल्या प्रयत्नांची सूद यांनी राज्यपालांना माहिती दिली. pic.twitter.com/OnOL2qF5r3 — Governor of Maharashtra (@maha_governor) May 30, 2020 রাজভবনের তরফে জারি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, মুম্বইয়ে রাজভবনে  সোনু সুদকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ

সামান্য করে হলেও, প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে সোনা রূপোর দাম, নতুন মাসের শুরুতেই দেখে নিন দামের লেভেল

Image
বাংলাহান্ট ডেস্কঃ মে মাসে দামের হ্রাস বৃদ্ধি ঘটতে দেখাগিয়েছিল সোনা (Gold) রূপোর (Silver) ক্ষেত্রে। জুন মাসের শুরুতেই আবার দামের বৃদ্ধি দেখা যাচ্ছে। লকডাউনের মধ্যে বেচা কেনা বন্ধ থাকলেও, দাম কিন্তু কমছে না সোনা রূপোর। ক্রমাগত উর্দ্ধমুখী এই দামের গতি। গৃহবন্দি দশাতেও মুখে হাসি ফুটছে ব্যবসায়ীদের। অন্যদিকে মাথায় হাত ক্রেতাদের। করোনার প্রভাব পড়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও করোনা ভাইরাসের (COVID-19) জেরে বন্ধ এখন বৈদেশিক ব্যবসা। যার জেরে অর্থনীতি এখন প্রবল সংকটের মুখে। লকডাউনের মধ্যে আশঙ্কাজনিত অঞ্চল ছাড়া, বিভিন্ন জায়গায় কিছু ছোট ছোট দোকানপাট খুলে দিলেও, এখন বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান। ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় (Kolkata) গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৫৭১০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৫৭১ টাকা। এই দামের বৃদ্ধি পেয়ে আজ হয়েছে ১০ গ্রামের দাম ৪৫৭২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭২ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম গতকাল শহরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭২১০ টাকা এবং ১ গ্রামের দাম ছিল ৪৭২১ টাকা। আর সেই দামের পরিবর্তন হয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৭২২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭২২ টাকা

এক সপ্তাহে ৫০ হাজার মামলার সাথে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যায় দশম থেকে সপ্তম স্থানে পৌঁছাল ভারত!

বাংলা হান্ট ডেস্কঃ  রবিবার ভারত (India) গোটা বিশ্বে আক্রান্তদের সংখ্যা সপ্তম স্থানে পৌঁছেছে। দশম স্থান থেকে মাত্র এক সপ্তাহেই ভারত সপ্তম স্থানে চলে গেছে এই এক সপ্তাহে গোটা ভারতে ৫০ হাজার মামলার বৃদ্ধি হয়েছে। ২৫ মে ভারত ইরানকে পিছনে ফেলে বিশ্বের দশম স্থানে পৌঁছেছিল। তখন আমাদের দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজারের মতো ছিল। রবিবার এই সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার হয়ে গেছে। যদিও ভারত আমেরিকা থেকে এখনো অনেক দূরে আছে। আপনাদের জানিয়ে দিই, আমেরিকা গোটা বিশ্বে সবথেকে বেশি প্রভাবিত। আমেরিকায় ১৮ লক্ষের বেশি পজেটিভ মামলা সামনে এসেছে। দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল, সেখানে ৫ লক্ষের বেশি মামলা সামনে এসেছে। তৃতীয় স্থানে আছে রাশিয়া। যেখানে তিন লক্ষের বেশি মামলা সামনে এসেছে। রবিবার রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ভারতে এত জনসংখ্যার পরেও করোনা মামলা অতটা বৃদ্ধি পায়নি, যতটা বাকি দেশ গুলোতে পেয়েছে। উনি বলেছিলেন, সরকার চার দফার লকডাউনের পর এবার দেশ খুলে দিচ্ছে। কিন্তু এবার আমাকে, আপনাকে আরও সতর্ক থাকতে হবে। ভারতে রোগীদের সুস্থ হওয়ার সংখ্যার হার বেড়েছে। গত সপ্তাহে এই হার ৪২ শ

কোভিড হাসপাতালে ১ লক্ষ বেডের ব্যবস্থা করা প্রথম রাজ্যে পরিণত হল উত্তরপ্রদেশ

Image
বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নিল এক বড় পদক্ষেপ। করোনা রোগীদের জন্য প্রায় ১ লক্ষ বেডের ব্যবস্থা করল। রাজ্যের ৭৫ টি জেলায় আলাদা আলাদা করে করোনা হাসপাতালে এই বেডের ব্যবস্থা করা হল। করোনা রোগীদের জন্য বিরাট সংখ্যক বেডের ব্যবস্থা করে দেশের মধ্যে এই কাজের জন্য প্রথম রাজ্যের তকমা পেল উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথমবার কোন রাজ্য, উত্তরপ্রদেশ করোনা রোগীদের জন্য প্রায় ১ লক্ষ বেডের ব্যবস্থা করল। বেডের ভাগ করা হল তিনটি স্তরে এই ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের হাসপাতালগুলির শয্যাগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্তরে প্রথমিক লক্ষ্মণ যুক্ত রোগীদের রাখা হবে এবং তৃতীয় শয্যায় গুরুতর সংক্রমণযুক্ত ব্যক্তিদের রাখার ব্যবস্থা করা হবে। চিকিৎসা পদ্ধতি AIR সংবাদ সংস্থা মারফত জানা যায়, প্রথম স্তরের রোগীদের জন্য অক্সিজেনের এবং দ্বিতীয় স্তরের রোগীদের জন্য অক্সিজেনের সঙ্গে ভেন্টিলেটরের ব্যবস্থা করা হবে। তৃতীয় স্তরে যে সমস্ত রোগী থাকবে, তাঁদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা পাশাপাশি আইসিইউ-এরও ব্যবস্থাও থাকছে। বাড়ানো হবে টেস্টের সংখ্যা উত্ত

আম জনতাকে বড় ঝটকা দিয়ে একলাফে অনেকটাই বাড়িয়ে দেওয়া হল রান্নার গ্যাসের দাম!

বাংলা হান্ট ডেস্কঃ  আজ থেকে গোটা ভারতে (India) লকডাউন ৫ তথা আনলক ১ শুরু হয়েছে। আর এর মধ্যে আম জনতাকে ঝটকা দিয়ে রান্নার গ্যাসের (LPG Gas Cylinder) দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সমস্ত গ্যাস বিতরণ কোম্পানি LPG সিলেন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান দাম তৎকাল লাগু করে দেওয়া হয়েছে। অয়েল মার্কেটিং কোম্পানি (HPCL,BPCL, IOC) বিনা সাবসিডির LPG গ্যাস সিলেন্ডারের দাম বাড়ানোর ঘোষণা করেছে। ১৪.২ কেজির বিনা সাবসিডির সিলেন্ডারের দাম দিল্লীতে ১১.৫০ টাকা প্রতি সিলেন্ডার বেড়ে গেছে। এবার নতুন দাম বেড়ে ৫৯৩ টাকা হয়েছে। দিল্লী সমেত দেশের চারটি মহানগরীতেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কলকাতায় ৩১.৫০ টাকা, মুম্বাইয়ে ১১.৫০ টাকা আর চেন্নাইয়ে ৩৭ টাকা গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আপনাদের জানিয়ে দিই যে, গ্যাস কোম্পানি গুলো প্রতিমাসের প্রথম তারিখে গ্যাস সিলেন্ডারের দাম বাড়ায়। আর সেই হিসেবে এই মাসেও দাম বাড়বে সেটার আশঙ্কা করা হচ্ছিল। কাঁচা তেল আপাতত ৩২ ডলার প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। যদিও লকডাউনের কারণ অনেক রাজ্য সরকারই নিজ রাজ্যে তেলের দাম আগেই বাড়িয়ে দিয়েছে। via Bangla Hunt

ভাড়া বিতর্ক: বাসের ভাড়া বৃদ্ধির সিধান্ত মমতা ব্যানার্জীর উপর ছাড়লেন বাসমালিকেরা

Image
বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) উপরেই বাসমালিকরা বাস ভাড়া বাড়ানোর বিষয়টি ছেড়ে দেন। বাস মালিকেরা জানান, সোমবার থেকে পথে নামাতে পারবে না বেসরকারি বাস। বৈঠকের পর জানালেন বাস সংগঠনের একাংশ। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকের একাংশ। পুরনো ভাড়া বাস চালানো অসম্ভব, সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠন। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বৈঠকে বসে। কিন্তু কত টাকা ভাড়া বাড়ানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বাসমালিকরা। বাসভাড়া বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপরেই ছেড়ে দেন বাস মালিকরা। রাজ্য সরকারের কাছে ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে তাঁরা। মঙ্গলবার পরিবহন দপ্তরে এনিয়ে স্মারকলিপির জমা দেবেন মালিকরা। বাসমালিকদের বৈঠকের নির্যাস ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বৈঠকে বসে। কিন্তু কত টাকা ভাড়া বাড়ানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বাসমালিকরা। বাসভাড়া বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রীর ওপরেই ছেড়ে দেন বাস মালিকরা। বা

আজ থেকে গোটা দেশে চালু হচ্ছে ‘এক দেশ এক রেশন কার্ড” ঘরে বসেই করতে পারবেন আবেদন

বাংল হান্ট ডেস্কঃ  আজ ১লা জুন থেকে গোটা ভারতে (India) ‘এক দেশ, এক রেশন কার্ড” (One Nation, One Ration Card) লাগু হয়ে যাচ্ছে। এর মানে এই যে, এখন দেশে কোন এক রাজ্যের রেশন কার্ডের ব্যবহার করে অন্য রাজ্য থেকে রেশন নেওয়া যাবে। এক দেশ, এক রেশন কার্ড স্কিম অনুযায়ী, দারিদ্র সীমার নীচে থাকা মানুষেরা ন্যায্য দামে দেশের যেকোন প্রান্ত থেকে রেশন তুলতে পারবেন। রেশন গ্রাহকদের না পুরনো রেশন কার্ড (Ration Card) স্যারেন্ডার করতে হবে, আর না নতুন করে রেশন কার্ড বানাতে হবে। যদি আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে জেনে নিন কি কি করতে হবে আপনাকে। যদি আপনি অনলাইন রেশন কার্ডের জন্য আবেদন করছেন, তাহলে আপনাকে এই প্রক্রিয়া গুলো সম্পন্ন করতে হবে। সবার আগে নিজ রাজ্যের খাদ্য এবং রসদ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। সেখানে নিজের ভাষা নির্বাচন করবেন। এরপর কিছু ব্যাক্তিগত তথ্য যেমন জেলা, গ্রামের নাম পঞ্চায়েত এগুলো সম্বন্ধ্যে অবগত করাতে হবে। এবার আপনার কার্ডের প্রকার (APL/BPL/Antodaya) নির্বাচিত করতে হবে এরপর আপনার কাছে আরও কিছু তথ্য চাওয়া হবে যেমন পরিবারের প্রধানের নাম, আধার কার্ড নম্বর, ভোটার আইডি, ব্যাং

২০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, উস্কে দিল ২০১৫ সালের মর্মান্তিক স্মৃতি

Image
বাংলাহান্ট ডেস্কঃ শনিবার রাতে পর পর দুবার ভূমিকম্পে (Earthquake) কেপে উঠল নেপাল (Nepal)। মাত্র ২০ মিনিটের ব্যবধানে ঘটে গেল এই দুই ভূমিকম্পের আকস্মিক ঘটনা। কাঠমান্ডু থেকে ৭৫ কিমি পশ্চিমে অবস্থিত ধাধিং-এ রাত ৯ টা বেজে ৩৬ মিনিটে প্রথমবার কম্পন অনুভূত হয়ে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৮। একই জায়গায় দুবার কম্পন প্রথম কম্পন হওয়ার পর কাঠমান্ডুবাসী আতকে ওঠে। করোনা সংক্রমণের মধ্যেই নতুন করে ভূমিকম্পের জেরে এক অজানা আতঙ্কে ভুগতে শুরু করে। এরই মধ্যে আবার রাত ৯ টা বেজে ৫২ মিনিটে ওই একই জায়গায় ফের ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয়বার রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.২। ২০ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প প্রথমবারের ২০ মিনিটের মধ্যেই দ্বিতীয় কম্পন অনুভূত হওয়ায় শিহরিত হয়ে যায় মানুষজন। আতঙ্কে ঘর থেকে বাইরে বেরীয়ে আসে। তবে ভূমিকম্পের কম্পন মাত্রা কম থাকায় এখনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে ২০১৫ সালের ভয়াবহ মর্মান্তিক ভূমিকম্পের কথা স্মরণে এল নেপালবাসীর। ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন প্রায় ৯০০০ মানুষ। তবে শনিবারের ঘটনায় এখনও অবধি কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লীতে ভূমিকম্প জানি

সোমবার শাস্ত্র মেনে জল ঢালুন ভগবান শিবের মাথায়, ঘুচবে সমস্ত আপদ বিপদ

Image
বাংলাহান্ট ডেস্কঃ হিন্দু দেবদেবীদের মধ্যে এক প্রধান দেবতা হলেন মহাদেব (Mahadev)। হিন্দু মহিলারা শিবের মতো বর পাওয়ার আশায় বাবার মাথায় জল ঢালেন। বাবার আশির্বাদে তাঁদের শাফল্য প্রাপ্তি হয়। এই শিবলিঙ্গে দুধ ঢালার পিছনে কিন্তু যথেষ্ট বৈজ্ঞানিক এবং পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। বৈজ্ঞানিকরা মনে করেন, বর্ষাকালে ঘাস খাওয়ার সময় গোরু ঘাসের সাথে বিভিন্ন রকমের ব্যাক্টেরিয়া খেয়ে ফেলে। যার ফলে দুধে বিষক্রিয়া থাকার সম্ভাবনা থাকতে পারে। তাই বর্ষাকালের দুধ পান না করে শিবলিঙ্গে ঢালা হয়। শিব যেহেতু সমুদ্র মন্থনের সময় উৎপন্ন গরল নিজের কন্ঠে পান করে ছিলেন, সেই জন্যই এমনটা করা হয়। আবার আয়ুর্বেদরা বলেন, বর্ষাকালের দুধে বিষের পরিমাণ বেশি থাকে। তাই মানুষের শরীরকে সুস্থ রাখতে, অসুস্থ হওয়ার থেকে বাঁচার জন্য দুধ না খেয়ে শিবলিঙ্গে ঢালা হয়। তবে শিবলিঙ্গে দুধ ঢালার পিছনে যেমন অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তেমনি অনেক পৌরাণিক ব্যাখ্যাও আছে। পৌরাণিক কালে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন। এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন। কিন্তু তার সাথে প্রচুর পরিমানে গরলও উঠে আসে, যা পরিবেশের পক্ষে ক্ষতিকর

আরব সাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণিঝড়, সতর্কবার্তা জারী করল আবহাওয়া দফতর

Image
বাংলাহান্ট ডেস্কঃ চলছে আবহাওয়া (Weather) পরিবর্তনের খেলা। কখনও মেঘ আবার কখনও বজ্রপাতযুক্ত প্রবল বৃষ্টিপাত ঘটতে দেখা যচ্ছে রাজ্যে। গতকাল রাতের মুঝলধারে বৃষ্টি এবং সেইসঙ্গে বজ্রপাতের পরবর্তীতে সোমবার সকালে রোদ উঠেছে ঝলমলিয়ে। এরই মাঝে, আবহাওয়া দফতর (Weather office) জানাচ্ছে আমফানের পর আরব সাগরে এক ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিবৃদ্ধি করে দু একদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে মহারাষ্ট্র ও গুজরাট অঞ্চলে। আর একটি ঘূর্ণিঝড় সৃষ্ট হচ্ছে, যা আফ্রিকা উপকূল ঘেষে ওমানের দিকে বাঁক নিতে পারে। এই ঘূর্ণিঝড়ের বিষয়ে মৌসম ভবনে ঘূর্ণিঝড় বিশরদ সুনীতা দেবী জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য আরব সাগরের গচীর নিম্নচাপ সৃষ্টি করতে পারে। সতর্কতা জারী সৃষ্ট এই ঝড়ের তীব্রতা সম্পর্কে এখনই কিছু সঠিকভাবে জানানো সম্ভব হয়নি। তবে আগামী এক- দুদিনের মধ্যে জানানো সম্ভব হবে। এই সময়কালে সমদ্র উপকূলবর্তী মানুষজনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সমুদ্র যাত্রা থেকে নিষেধ করা হয়েছে। শহরের তাপমাত্রা আজ সকাল থেকেই কলকাতা (Kolkata) শহরের রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। গতকাল শহররে তাপমাত্রা ছিল, সর্বোচ্চ তাপমাত্রা

নতুন রেকর্ড: মাত্র এক সপ্তাহে ৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেল ভারতের বিদেশী মুদ্রা ভান্ডার

Image
বাংলাহান্ট ডেস্কঃ এক সপ্তাহেই রেকর্ড পরিমান বৈদেশিক মুদ্রা (foreign currency) মজুত করল ভারত (india)। শুক্রবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.০০৫ বিলিয়ন ডলার বেড়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৪৯০.০৪৪ বিলিয়ন ডলার হয়েছে। আরবিআইয়ের তরফ থেকে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। আগের সপ্তাহের তুলনায় মজুত ১.৭২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৪৮৭.০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) তথ্যে দেখা গেছে, সামগ্রিক মজুদগুলির একটি প্রধান উপাদান বিদেশী মুদ্রার সম্পদ (এফসিএ)। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে ভারতের সম্পদ 3.035 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে 451.706 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশের সার্বিক ভাবে অর্থনৈতিক সংকট একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে। দেশ জুড়ে চলছে লকডাউন। এই মুহুর্তে গোটা দেশ জুড়ে বন্ধ উৎপাদন। চরম অর্থনৈতিক সংকট এর মুখে সাধারণ মানুষ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস সংক্রামিতের সংখ্যা। পাশাপাশি আক্রমণ হয়েছে পঙ্গপালের। সার্বিক ভাবে অর্থনৈতিক সংকটের সময় এই খবর একটু স্বস্তি দিল। via Bangla Hunt

বিশ্বের ধনীতম দলের তালিকায় দুই নম্বরে নেমে গেল মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস

Image
বাংলাহান্ট ডেস্কঃ ফোর্বস (forbes) সাময়িকীর তালিকা অনুসারে বিশ্বের ধনীতম দলের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারল না ভারতের (india) মুম্বাই ইন্ডিয়ানস (mumbai indians)। পাশাপাশি ধনীতম ক্লাবের মালিকদের তালিকাতেও দুই নম্বরে এলেন মুকেশ আম্বানি (mukesh ambani) ফোর্বসের হিসেব অনুসারে, আম্বানির সম্পদ ৩৬.৮ বিলিয়ন ডলার। গত এক বছরে আম্বানির আয়ের পরিমাণ ২৬ শতাংশ কমেছে এবং যার ফলে তিনি প্রথম স্থান হারিয়েছেন। যদিও এই মুহুর্তে মুম্বাই ইন্ডিয়ানস এর পারফরম্যান্সে কোনো বদল হয়নি। দলটি গত বছর আইপিএলের 12 তম আসরে শিরোপা জিতেছিল। এটি দলের চতুর্থ শিরোপা। ফোর্বসের তালিকা অনুসারে, আমেরিকান বাস্কেটবল বাস্কেটবল এনবিএ দলের লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বলমার এই মুহুর্তে সবচেয়ে ধনী ক্লাবের মালিক। বলমার মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও ছিলেন। তাদের মোট আয় 52.7 বিলিয়ন ডলার। ফোর্বসের মতে, গত এক বছরে বালমারের আয় বেড়েছে ২৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সুয়া পিনাও পরিবার। পরিবারটি ফরাসি ফুটবল ক্লাব স্টাড রেনে এফসির মালিক। যাদের মোট মূল্য 27 বিলিয়ন ডলার। ফ্রান্সের শীর্ষ ঘরোয়া ফুটবল লীগ ‘লীগ 1’ তে রেনি

বিশ্বের ধনীতম দলের তালিকায় দুই নম্বরে নেমে গেল মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস

Image
বাংলাহান্ট ডেস্কঃ ফোর্বস (forbes) সাময়িকীর তালিকা অনুসারে বিশ্বের ধনীতম দলের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারল না ভারতের (india) মুম্বাই ইন্ডিয়ানস (mumbai indians)। পাশাপাশি ধনীতম ক্লাবের মালিকদের তালিকাতেও দুই নম্বরে এলেন মুকেশ আম্বানি (mukesh ambani) ফোর্বসের হিসেব অনুসারে, আম্বানির সম্পদ ৩৬.৮ বিলিয়ন ডলার। গত এক বছরে আম্বানির আয়ের পরিমাণ ২৬ শতাংশ কমেছে এবং যার ফলে তিনি প্রথম স্থান হারিয়েছেন। যদিও এই মুহুর্তে মুম্বাই ইন্ডিয়ানস এর পারফরম্যান্সে কোনো বদল হয়নি। দলটি গত বছর আইপিএলের 12 তম আসরে শিরোপা জিতেছিল। এটি দলের চতুর্থ শিরোপা। ফোর্বসের তালিকা অনুসারে, আমেরিকান বাস্কেটবল বাস্কেটবল এনবিএ দলের লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক স্টিভ বলমার এই মুহুর্তে সবচেয়ে ধনী ক্লাবের মালিক। বলমার মাইক্রোসফ্টের প্রাক্তন সিইও ছিলেন। তাদের মোট আয় 52.7 বিলিয়ন ডলার। ফোর্বসের মতে, গত এক বছরে বালমারের আয় বেড়েছে ২৮ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্সুয়া পিনাও পরিবার। পরিবারটি ফরাসি ফুটবল ক্লাব স্টাড রেনে এফসির মালিক। যাদের মোট মূল্য 27 বিলিয়ন ডলার। ফ্রান্সের শীর্ষ ঘরোয়া ফুটবল লীগ ‘লীগ 1’ তে রেনি

বাংলায় প্রাক মরশুম বৃষ্টি, কোথায় কতটা কালবৈশাখী স্পষ্ট করে জানাল আবহাওয়া দপ্তর

Image
বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই আকাশের মুখ ভার। দু এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণের জেলা গুলিতে। আবহাওয়া দপ্তর বলেছে, আগামী ৫ দিন আবহাওয়া থাকবে এমনই। আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানাল, • ১জুন, সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। • মঙ্গলবার ৪০থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে • ৪জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি। মৌসম ভবন জানিয়েছে, এবারে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। দক্ষিণ -পশিম মৌসুমী বায়ুর প্রভাবে এবছর বর্ষা জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষার আগমন ঘটবে। স্বাভাবিক সময়েই হবে এই বৃষ্টি। এতে করে কৃষি কাজেও খুব একটা সমস্যা সৃষ্টি হবে না। কৃষকদের জন্যও এল সুখবর। এর পাশাপাশি জুনের প্রথমেই কেরালায় বর্ষা প্রবেশ করবে। এবং তারপর তা পানজিম, পুনে ও মুম্বই হয়ে রাজধানীতে প্রবেশ করবে। যদিও এই সময়ের মধ্যে আমফানের ক্ষত সেরে উঠবে না ফলে বেশ কিছু অঞ্চল প্লাবিত হতে পারে। আবহাওয়া পূর্বাভাসে একটি বেসরকারী আবহাওয়া সংস্থা জানিয়েছে, লা নিনার অবস্থার কারণে চলতি মৌসুমে ভারতে একটি “অস্বাভাবিক ভেজা” এবং “স্বাভাবিকের চে

চিনের সেনাকে মারধর করা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল সেনা, দিলো বড় বয়ান

বাংলা হান্ট ডেস্কঃ  ভারত (India) আর চিনের (China) মধ্যে বাস্তবিক নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে চলা বিবাদের মধ্যে একটি ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিও নিয়ে দাবি করা হচ্ছে যে। চিনের সেনা ভারতীয় সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে তাদের মোক্ষম জবাব দেওয়া হয়। যদিও ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ওই ভিডিও ভুয়ো। Differences are being addressed through interaction between military commanders, guided by established protocols on management of borders between the two countries. We strongly condemn attempts to sensationalise issues impacting national security: Indian Army https://t.co/KVFJMWJJpf — ANI (@ANI) May 31, 2020 ভারতীয় সেনা জানিয়েছে যে, এই ঘটনা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ভিডিও সত্য না। ওই ভিডিও দেখিয়ে উত্তরের সীমান্তে পরিস্থিতি আরও খারাপ করার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। বর্তমানে সীমান্তের কোন অংশেই হিংসা নেই। সেনা জানিয়েছে যে, দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে প্রোটোকল অনুযায়ী সৈন্য কম্যান্ডারে