Posts

Showing posts from August, 2020

বয়স মাত্র ১৭, ডাল-ভাত খেয়ে নিজের উপার্জনের সব টাকাই আরব থেকে পাঠান মাকে, ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখে জল নেটপাড়ার। মাত্র ১৭ বছর বয়সী প্রবাসী কিশোর নিজের হাড়ভাঙা খাটুনির পুরো টাকাটাই পাঠিয়ে দেন মাকে৷ নিজে খেয়ে থাকেন ডাল, ভাত, আলু সেদ্ধ। ১৭ বছর বয়স দুরন্তপনার। স্কুল কলেজে পড়াশোনা, বন্ধুদের সাথে হুল্লোড় করেই কেটে যায় দিনগুলি। পারিবারিক কারনে যারা অর্থোপার্জন করতে কাজে নামেন, তাদেরও উপার্জিত অর্থের একটা বিরাট অংশই খরচ করেন বিলাসিতায়। কিন্তু ব্যাতিক্রম বাংলাদেশের রাশেদ। পারিবারিক কারনে সংসারের হাল ধরতে হয় অনেককেই। কিন্তু রাশেদ ব্যাতিক্রম। ‘প্রবাসী বাংলাদেশি’ নামের এক ফেসবুক পেজে রাশেদ জানিয়েছেন তিনি উপার্জন করেন বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার টাকার মত। তার মধ্যে কমপক্ষে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন মাকে। পয়সা বাঁচাতে করেন না ফোনে রিচার্জও। ওয়াইফাই দিয়েই যাবতীয় যোগাযোগ সারেন। রাশেদ জানিয়েছেন, সৌদিতে এসে প্রথম প্রথম মাছ মাংস খেলেও এই মুহুর্তে তিনি টাকা বাঁচানোর জন্য সে সব ছেড়েছেন। দিনের পর দিন তিনি ডাল,ভাত, আলু সেদ্ধ খেয়েই কাটান। তিনি বলেন তার ভাই ছোট তাকে পড়াশোন

ঘুম উড়বে চীন আর পাকিস্তানের, ভারতের ছয়টি সেনা রেজিমেন্ট পেতে চলেছে স্বদেশী মারক মিসাইল লঞ্চার

Image
বাংলা হান্ট ডেস্কঃ  ভারতের (India) প্রতিরক্ষা মন্ত্রালয় ২ হাজার ৫৮০ কোটি টাকা খরচ করে ছয়টি সেনা রেজিমেন্টের জন্য স্বদেশী পিনাকা রকেট লঞ্চার (Pinaka multi barrel rocket launcher) কিনতে সোমবার দুটি স্বদেশী প্রতিরক্ষা কোম্পানির সাথে চুক্তি সম্পন্ন করেছে। আধিকারিকরা জানান, সেনার পরিচালন ক্ষমতা বাড়ানোর জন্য চীন এবং পাকিস্তান (Pakistan) সীমান্তে মোতায়েন ভারতীয় সেনার রেজিমেন্টে এই স্বদেশী পিনাকা মিসাইল মোতায়েন করা হবে। চুক্তিতে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড আর লার্সেন অ্যান্ড ট্যুব্রো স্বাক্ষর করেছে। এছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রের ভারত আর্থ মুভার্স লিমিটেডকে (BEML) এই চুক্তির অংশ করা হয়েছে। BEML ভারতীয় সেনাকে রকেট লঞ্চার রাখার উপযুক্ত বাহন গুলোকে সরবরাহ করবে। প্রতিরক্ষা মন্ত্রালয় একটি বয়ানে বলেছে যে, ছয় পিনাকা রেজিমেন্টে ৪৫ কম্যান্ড পোস্ট আর ১১৪ টি লঞ্চারের সাথে অটোমেটেড গান আইমিং অ্যান্ড পজিশনিং সিস্টেমও (AGAPS) থাকবে। বয়ানে বলা হয়েছে যে, ২০২৪ এর মধ্যে পিনাকা মিসাইল রেজিমেন্টের সঞ্চালন শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে, ৭০ শতাংশ স্বদেশী সামগ্রী হারিতিয়ার প্রণালীতে থাকবে। প্র

NEET, JEE পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল RSS, ব্যবস্থা করা হবে খাবার, পরিবহন ও বিশ্রামের

Image
বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান দিনে সংবাদের শিরোনামে বারবার উঠে এসেছে NEET (National Eligibility cum Entrance Test), JEE (Joint Entrance Examination) পরীক্ষার বিষয়। কেন্দ্র সরকার এইসকল পরীক্ষার দিন নির্ধারণ করলেও, বেশ কয়েকটি রাজ্য সরকার পরীক্ষা স্থাগিতের দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই সময়কালে শোনা যাচ্ছে, RSS (Rashtriya Swayamsevak Sangh) দল এগিয়ে এসেছে এই সকল ছাত্র ছাত্রীদের পাশে। পরীক্ষার্থীদের পাশে RSS কোনোরকম প্রচার না করেই তারা এইসকল পরীক্ষার্থীদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করছে। বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে তারা পরীক্ষার্থীদের জন্য পরিবহন, থাকার ব্যবস্থা এমনকি খাবারের ব্যবস্থাও করেছে। RSS-র এক সিনিয়র কার্যনির্বাহী জানিয়েছেন, ‘এই লকডাউনের মধ্যে পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, তাঁর জন্য আমরা সবরকম ব্যবস্থা করছি’। সেইসঙ্গে আরও জানান, বিহার, মধ্য প্রদেশ এবং গুজরাটের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির কারণে সেখানকার ছাত্রছাত্রীদের যাতায়াতের ব্যবস্থাও করা হচ্ছে। তবে এইসকল অঞ্চলের বেশ কিছু ছাত্রছাত্রীরা আবার পরীক্ষা স্থগিতের আর্জিও জানিয়েছেন। JEE/NEET

চীনকে অস্বীকার করে বন্ধু ভারতকে শক্তিশালী সিস্টেম দিচ্ছে ইজরায়েল, সংকটে জিনপিং

Image
Bangla Hunt Desk: ভারত (india) এবং ইজরায়েলের (Israel) বন্ধুত্বের নিদর্শন নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার চর্চা হয়েছে। এবার আবারও সেই ইজরায়েল এবং ভারতের বন্ধুত্বের প্রকাশ ঘটতে চলেছে। চীনকে অস্বীকার করে ভারতকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করবে ইজরায়েল। এডাব্লুএইচএস (AWACS) বিমান এমন এক অত্যাধুনিক প্রযুক্তি, যার সাহায্যে মাইল মাইল দূর থেকে চীনের গতিবিধির উপর নজরদারি রাখতে পারবে। এমন এক শক্তিশালী ক্ষমতা চীনকে না দিয়ে ভারতকে দিচ্ছে ইজরায়েল। সিস্টেমের ক্ষমতা ফ্যালকনস এয়ারবর্ন সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমন এক শক্তিশালী নজরদারি সিস্টেম যা বায়ুর নীচ থেকে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। সেইসঙ্গে এই সিস্টেম C2BM অর্থাত্ কমান্ড, নিয়ন্ত্রণ এবং যুদ্ধ পরিচালনায় সহায়তা করতেও সক্ষম। স্থল, জল এবং আকাশ কোন পথে কোন শত্রু লুকিয়ে আছে, তাও জানা সম্ভব এই প্রক্রিয়ার মাধ্যমে। আধুনিক AWACS সিস্টেম 400 কিলোমিটার দূরে থেকেই শত্রুর হামলা চিহ্নিত করতে সক্ষম। সিস্টেম প্রস্তুত করছে ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৩০ সালে এই ধরনের সিস্টেম তৈরি করা হয়েছিল। তারপর থেকেই আত্মরক্ষামূলক এবং রক্ষণাত্ম

বিয়ার গ্রিলসের সঙ্গে রোমহর্ষক অ্যাডভেঞ্চারে অক্ষয়, খেলেন হাতির মলের তৈরি চা! দেখুন সেই ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক: বিয়ার গ্রিলসের (bear grylls) শো তে গিয়ে অভাবনীয় কাণ্ড করলেন অক্ষয় কুমার (akshay kumar)। হাতির মলের তৈরি চা খেলেন বলিউডের ‘খিলাড়ি’। এই ‘ডেয়ারডেভিল’ কাজের ভিডিও (video) নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয়। সেই সঙ্গে দেখিয়েছেন বিয়ার গ্রিলসের সঙ্গে তাঁর রোমহর্ষক অ্যাডভেঞ্চারের (adventure) কিছু ঝলক। আগেই জানা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন শো ‘ম‍্যান ভার্সেস ওয়াইল্ড’ এ আসতে চলেছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিয়ার গ্রিলসের স্ক্রিন শেয়ার করবেন তিনি। একসঙ্গে পাড়ি দেবেন অরণ‍্যের রোমহর্ষক অ্যাডভেঞ্চারে। টিজার ইতিমধ‍্যেই প্রকাশ পেয়েছে। এবার উত্তেজনার পারদ আরও চড়াতে নতুন কিছু দৃশ‍্যের ঝলক শেয়ার করলেন অক্ষয়। সেই ভিডিওতেই দেখা গিয়েছে হাতির মল দিয়ে তৈরি চা অক্ষয়কে খেতে দিয়েছেন বিয়ার গ্রিলস। অভিনেতা অম্লান বদনে খেয়ে নিলেন তা। অপরদিকে অক্ষয়ের চোখে ফাঁকি দিয়ে নিজের ভাগের চা ফেলে দিলেন গ্রিলস। দড়ি বেঁধে কুমিরে ভরা নদী পার করা, দড়ি বেয়ে সেতুর উপরে ওঠা, এমন নানান রোমহর্ষক স্টান্টের ঝলক দেখা গিয়েছে ভিডিওতে। ‘ইন টু দ‍্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের এই বিশেষ এপিসোডটি শুটিং হয়েছে বান্দিপুর

বড় মন্তব্য করলেন কূটনীতিবিদ ভেনু রাজামনি! বললেন, ১২ সালে প্রণব দা ভারতের প্রধানমন্ত্রী হলে, দেশের…

Image
Bangla Hunt Desk: গত ৩১ শে আগস্ট ভারত (India) তাঁর এক মহান নেতা প্রণব মুখোপাধ্যায়কে (Pranab Mukherjee) হারিয়েছে। এই বর্ষীয়ান নেতার মৃত্যুর পর গোটা দেশে নেমে এসেছে শোকের ছায়া। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের বিভিন্ন মানুষেরা শোকবার্তা জ্ঞাপন করেছেন। নেদারল্যান্ডসের ভারতের রাষ্ট্রদূতের বক্তব্য এই মহান মানুষের প্রয়াণে নেদারল্যান্ডসে ভারতের রাষ্ট্রদূত ভেনু রাজামনি (Venu Rajamony) বলেছেন, প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রপতিত্বের সময়কালে তিনি প্রেসিডেন্ট হাউসে পাঁচ বছরের জন্য প্রেস সেক্রেটারি ছিলেন। তিনি ইউপিএর সময় কংগ্রেসের জন্য কেবল প্রধান ক্ষমতাধরই ছিলেন না, তিনি সমস্ত সমস্যার সমাধানকারীও ছিলেন। প্রধান দায়িত্ব- ভেনু রাজামনি জানিয়েছেন, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদে আসীন হয়ে তিনি মনে করতেন সংবিধান রক্ষা করা তাঁর প্রধান দায়িত্ব। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার ছিল রাষ্ট্রপতি ভবন জনসাধারণের জন্য উন্মুক্ত করে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা। সেইসনে তিনি দৃঢ় ভাবেই বিশ্বাস করতেন, রাষ্ট্রপতি ভবন জাতির অন্তর্ভুক্ত। তাই এখানকার কার্যক্রমগুলিতে সাধার

LAC-তে বিপুল পরিমাণে খাদ্য আর হাতিয়ার জড় করছে ভারতীয় সেনা, বড়সড় কিছু হতে চলেছে কি?

Image
বাংলা হান্ট ডেস্কঃ  লাদাখে (Ladakh) বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় (LAC) চীনের চালবাজি জারি আছে। ভারত (India) আর চীনের মধ্যে চলা আলোচনার মধ্যে চীনের সেনা আরও একবার প্যাংগং লেক (Pangong Tso) এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে, চীনের এই দুঃসাহসের জবাব মোক্ষম ভাবে দেয় ভারতীয় সেনা (Indian Army)। যদিও, অনুপ্রবেশের তাজা ঘটনায় LAC তে আবারও উত্তাপ বেড়েছে। আর সেই কথা মাথায় রেখে ভারতীয় সেনা আরও সতর্ক হয়ে গিয়েছে। সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যেকোন পরিস্থিতির সন্মুখিন হওয়ার জন্য ভারতীয় সেনা ওই এলাকায় রেশন, জল, ওষুধ, মেডিক্যাল সুবিধা জড় করছে। মঙ্গলবার সকালে ওই এলাকায় ভারতীয় সেনার বাহন গুলোর গতিবিধি আরও বেড়ে যায়। এই বাহন গুলো করে লাদাখে মোতায়েন ভারতীয় সেনার জন্য রেশন, ওষুধ এবং হাতিয়ার নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ২৯ আর ৩০ আগস্টের রাতে লাদাখে প্রায় ২০০ চীনা সেনা প্যাংগং লেক এলাকায় অনুপ্রবেশ করার জন্য এগিয়ে আসে। কিন্তু আমাদের জওয়ানরা চীনের এই চালবাজির মোক্ষম জবাব দেয়। ভারতীয় জওয়ানদের সতর্ক থাকার কারণে চীনা সেনা পিছু হটতে বাধ্য হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া এই সংঘর্ষ প্যাংগং ঝিলের দ

সপ্তাহে দুদিন পার্টি করতেন রিয়া, নিজের ঘরে বসে কাঁদতেন সুশান্ত! সিবিআইকে জানাল অভিনেতার হাউস ম‍্যানেজার

Image
বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় জোর কদমে তদন্তে নেমে পড়েছে সিবিআই (CBI)। মামলার সঙ্গে জড়িত সমস্ত দিকই খতিয়ে দেখছে তারা। প্রতিদিনই নয়া নয়া তথ‍্যও জানতে পারা যাচ্ছে। এবার মুখ খুললেন সুশান্তের প্রাক্তন হাউস ম‍্যানেজার (house manager) স‍্যামুয়েল মিরান্ডা (samuel miranda)। সিবিআইকে তিনি জানান, প্রায়ই কাঁদতে দেখা যেত প্রয়াত অভিনেতা। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, স‍্যামুয়েল জানান সুশান্তের দিদি প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী সিদ্ধার্থ তাঁকে কাজে বহাল করেন। তাঁর কাজ ছিল সুশান্তের কর্মচারীদের সামলানো ও তাদের বেতন দেওয়া। স‍্যামুয়েল জানান, একদিন কোনও কারনে সুশান্তের সঙ্গে তাঁর দিদি প্রিয়াঙ্কার বচসা হয় এবং প্রিয়াঙ্কা ও সিদ্ধার্থ দিল্লি চলে যান। স‍্যামুয়েলের কথায়, ২০১৯ এর মে মাস থেকেই সুশান্তের বাড়িতে ঘন ঘন আসতে শুরু করেন রিয়া চক্রবর্তী। তাঁর ভাই শৌভিক ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও মাঝে মাঝেই আসতেন। রিয়া সুশান্তের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন। স‍্যামুয়েল জানান, সপ্তাহে একদিন বা দুদিন বাড়িতে পার্টির আয়োজন করতেন রিয়া। কিন্তু অনেক সময়ই সেই সব পার্টিতে যোগ দিতেন না সুশান্ত। নিজ

পাবলিক প্লাটফর্মেই পাক অধিনায়ক বাবর আজমকে ‘গরু’ বললেন শোয়েব আখতার!

Image
বাংলা হান্ট ডেস্কঃ করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরই পাকিস্তান দল ইংল্যান্ড সফরে গিয়েছে। ইংল্যান্ডের সঙ্গে প্রথমে টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। সেখানে একেবারে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে পাকিস্তানকে গোহারা হারিয়েছে ইংল্যান্ড। তারপর শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি পাকিস্তান, হারতে হয়েছে ইংল্যান্ড এর কাছে। আর এই ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার বর্তমান পাক অধিনায়ক বাবর আজমকে গরুর সঙ্গে তুলনা করলেন। তিনি বললেন এই ম্যাচে বাবর আজমকে দেখে মনে হচ্ছিল একজন লক্ষ্যভ্রষ্ট গরু নিজের লক্ষ্য হারিয়ে ফেলেছে। এইদিন টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিং করার জন্য পাঠায় ইংল্যান্ড অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে বড় রান করে পাকিস্তান, নির্ধারিত কুড়ি ওভার শেষে 4 উইকেট হারিয়ে 194 রান করে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তানের হাতে টি-টোয়েন্টি ম্যাচে লড়াই করার জন্য যথেষ্ট রান ছিল। কিন্তু তা সত্ত্বেও হারতে হল পাকিস্তানকে। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন

বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, এরই মাঝে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

Image
বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট জানাচ্ছে, দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সকাল থেকেই বাংলার দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি উত্তরের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারী করা হয়েছে হলুদ সতর্কতাও। আগামীকালের তাপমাত্রা আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় রয়েছে বজ্র বিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সূর্যোদয়/ সূর্যাস্ত সকাল ৫ টা বেজে ২০ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫২ মিনিট অবধি আকাশে বিরাজ করবে। চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত সন্ধ্যে৬ টা বেজে ১৫ মিনিটে চন্দ্রোদয় হয়ে ভোর ৬ টা বেজে ২ মিনিট অবধি থাকছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই। সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৭% এবং

হয়ে গেছিল অন্তিম সংস্কার, শোকে মূর্ছিত পরিবার, আচমকাই মেয়ে এসে বলল- আমি বেঁচে আছি

Image
Bangla Hunt Desk: প্রতিদিনই এই পৃথিবীতে নানান ধরনের আজব ঘটনা ঘটতে দেখা যায়। বিহার (Bihar) থেকে সম্প্রতিকালে এমন এক আজব ঘটনার দৃষ্টান্ত উঠে এসেছে, যেখানে মৃত মানুষ ফিরে এসে বলল আমি বেঁচে আছি। ভাবতে অবাক লাগলেও, এই ঘটনাটা কিছুটা এরকমই। দায়ের করা হয় অপহরণের মামলা গত ২২ শে আগস্ট বিহারের রহিমাপুরেের বাসিন্দা মেনকার বাবা তাঁর মেয়েকে খুঁজে না পাওয়ার অপহরণের একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে তারা এমন একটি মেয়ের লাশ খুঁজে পায়, যাকে ঘর্ষণ করে খুন করা হয়েছে। হত্যাকারীরা পরিচয় লোপাটের জন্য ওই মেয়েটির লাশটিকে অ্যাসিড দিয়ে পুরিয়ে দেওয়ারও চেষ্টা করে। অন্তিম সংস্কার করা হয় মেয়ের পুলিশের কাছ থেকে লাশের বর্ণনা মেয়ে নিজের মেয়ের সাথে মিল খুঁজে পাওয়ায় পরিবার তাঁদের মেয়েকে মৃত বলে মনে করে নেয়। কিন্তুদিন পর সব নিয়ম কাজ মেনেই অন্তিম সংস্কারের সমস্ত কাজ করা হয়। এরপর শুরু হয় আরও এক তদন্ত। কে বা কারা এমন অবস্থা করল মেয়েটির? এই কেসের তদন্ত করে দোষীদের খুঁজতে শুরু করে পুলিশ। ফিরে আসে মৃতা মেয়ে এই ঘটনার ১০ দিন পর আচমাকই সামনে আসে এক নতুন তথ্য, যা সম্পূর্ণ কেসের মোড় ঘুরিয়ে দেয়।

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে, শোক প্রকাশ করলেন বিরাট কোহলি…

Image
বাংলা হান্ট ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay)। মৃত্যুর সঙ্গে দীর্ঘ দিন রুদ্ধশ্বাস লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। ভারতীয় ক্রীড়া জগতও প্রণব মুখোপাধ্যায় মহাশয় এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। The nation has lost a brilliant leader. Saddened to hear about the passing of Shri Pranab Mukherjee. My sincere condolences to his family. — Virat Kohli (@imVkohli) August 31, 2020 Rest in Peace #PranabMukherjee ji. An inspiring figure to the nation. My condolences are with his loved ones. — Rohit Sharma (@ImRo45) August 31, 2020 দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ পাওয়ার পর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, টেস্ট দলের সহ- অধিনায়ক আজিঙ্কা রাহানে সহ বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাদের মধ্যে রয

কৃষ্ণনাম জপের মধ্য দিয়ে সংসারে পাবেন পরম সুখ, পাবেন শ্রী চৈতন্যদেবের আশীষ

Image
বাংলাহান্ট ডেস্কঃ পূর্ব এবং উত্তরভারতের একজন লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু হলেন চৈতন্য মহাপ্রভু (Chaitanya Mahaprabhu)। তাঁর পিতা হলেন পণ্ডিত শ্রীজগন্নাথমিশ্র এবং মাতা হলেন শ্রীমতী শচীদেবী। তিনি বৈষ্ণব ধর্মের একজন ধর্মগুরু হিসাবে পিরিচিত ছিলেন। চৈতন্যদেবের আসল নাম ছিল শ্রীবিশ্বম্ভর মিশ্র। ছোট থেকেই প্রচুর জ্ঞান অর্জন করে তিনি স্বনামধন্য পণ্ডিত হিসাবে পরিচিত হন। বৈষ্ণবগণ তাঁকে শ্রীরাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করেন। তিনি ধীরে ধীরে মানুষের মধ্যে হরিনাম মন্ত্রটি জনপ্রিয় করে তোলেন এবং তিনি রাধা ও কৃষ্ণ রূপের পরম সত্ত্বার উপাসনা প্রচার করেছিলেন। মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।। পুরাণ মতে, শ্রীচৈতন্যদেব সন্ন্যাস নেওয়ার পর এক বছরের মধ্যে শান্তিপুরে গিয়েছিলেন শচীমাতাকে দর্শনের জন্য। সেখান থেকে তাঁর পুরীধামে চলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু অচমকা পুরীর যাত্রা বাতিল করে তিনি নবদ্বীপে থাকার ইচ্ছা প্রকাশ করেন। বিষ্ণুপ্রিয়াদেবী সেই সময় বাড়িতে থাকা সত্ত্বেও তিনি স্ত্রীর মুখদর্শন করেননি। মহাপ্রভু উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তা

ঘনীভূত হচ্ছে মেঘ, বাংলার এই ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

Image
বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়ার (Weather) পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দফতর। সেইমত মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বেশকিছু এলাকায় মেঘের গর্জনও শোনা যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জারী করা হয়েছে হলুদ সতর্কতা। সেইসঙ্গে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই চণ্ডিগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকের তাপমাত্রা আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকেই শহরের আকাশে কালো মেঘের উপস্থিতি। বৃষ্টি শুরু হয়েছে ভোররাত থেকেই। সকালের দিকে বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সেইসঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বাতাসে জলীয় বাস্প বেশি থাকায়

বিরাট অঙ্কের টাকায় বিক্রি হয়ে গেল তৃণমূলের পার্টি অফিস, অভিযুক্ত খোদ তৃণমূল নেতা

Image
বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনকে ঘিরে দল গড়ছে তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি সিপিএম সকলেই। সেইমত চলছে ভাঙ্গা গড়ার খেলাও। শয়ে শয়ে মানুষ এক দল থেকে অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছে। হাতে তুলে নিচ্ছে দলীয় পতাকাও। কিন্তু সবই তো ঠিক ছিল, তবে পূর্ব মেদিনীপুরের এক ঘটনায় তাজ্জব বনে গেল সকলে। এতদিন ধরে শোনা যেত অর্থের লোভ সামলাতে না পেরে অনেক মানুষই দল বদল করে। কিন্তু এমনটা কখনই শোনা যায়নি, যে টাকার বদলে বিক্রি হয়ে গেল আস্ত পার্টি অফিসই! তাও আবার বিক্রি করলেন খোদ পার্টির এক বলিষ্ঠ সদস্যই। তৃণমূলের পার্টি অফিস বিক্রির অভিযোগ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের গঙ্গামারো গ্রামে। সেখানেই কোলাঘাটের গঙ্গামোড়ে দীর্ঘদিনের তৃণমূল একটি পার্টি অফিস বিক্রি হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকাজুড়েই। অভিযোগ উঠেছে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল নেতা মানব কুমার সামন্ত বিগত ২০ দিন আগেই তৃণমূলের ওই পার্টি অসিফটি বিক্রি করে দেন। বাখানবেড়িয়ার এক বাসিন্দা শেখ রাজার কাছেই তৃণমূল নেতা মানব কুমার সামন্ত প্রায় ৮ লক্ষ টাকায় ওই পার্টি অফিসটি বিক্রি করেছেন। এই ঘটনার জ

আবহাওয়ার খবর : বৃষ্টি কমতেই হু হু করে চড়ল পারদ

Image
বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : বৃষ্টির দাপট কমতেই নিজের তেজ দেখাতে শুরু করেছে সূর্য। বিহার ও পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই অনেক খানি বেড়ে গিয়েছে তাপমাত্রা। সাথে অতিরিক্ত জলীয় বাষ্প বাড়াচ্ছে অস্বস্তি। গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি না থাকায় উত্তাপ বাড়ছে বিহারে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪৮ ঘন্টায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার এই রাজ্যের কোনো কোনো অংশের তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। তবে আশার কথা খুব শীঘ্রই সেখানে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। A girl bathes to cool off herself with water that is leaking from a broken pipe valve on a hot summer day on the outskirts of Ahmedabad, India, May 18, 2015. Temperature in Ahmedabad on Monday reached 44 degrees Celsius (111.2 degrees Fahrenheit), according to India’s metrological department website. REUTERS/Amit Dave TPX IMAGES OF THE DAY – RTX1DISN একই হাল পশ্চিমবঙ্গেরও। দক্ষিণে জেলাগুলির ওপর থেকে নিম্নচাপ সরে যেতেই বাড়ছে তাপমাত্রা। অতিরিক্ত জলীয়বাষ্প আর রোদের দাপটে বেজায় অস্বস্তিতে রাজ্যবাসী। তবে রাজ্যের সব অংশেই হাল্

প্রথম থেকেই প্রস্তুত থাকা ভারতীয় জওয়ানরা বিশ্বাসঘাতক চীনকে দিয়েছে কড়া জবাব

বাংলা হান্ট ডেস্কঃ  ভারত (India) আর চীনের (China) জওয়ানদের মধ্যে আবারও বাড়ল উত্তেজনা। শোনা যাচ্ছে যে, ২৯ আগস্ট রাতে চীনের সেনা আর ভারতীয় জওয়ানদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ প্যাংইয়াং লেকের পাশে হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত সরকার জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনের সেনার অনুপ্রবেশ রুখে দিয়েছে। ভারতীয় সেনার পিআরও কর্নেল অমন আনন্দ জানান, ‘পিপলস লিবারেশন আর্মি (PLA) এর জওয়ানরা ২৯/৩০ আগস্ট রাতে পূর্ব লাদাখে (ladakh) দুই দেশের মধ্যে চলা গতিরোধের মাঝে শান্তি স্থাপন করার জন্য হওয়া সেনা বার্তা আর কূটনৈতিক স্তরের আলোচনার লঙ্ঘন করে। আর পরিস্থিতি খারাপ করতে অনুপ্রবেশের চেষ্টা করে।” যদিও এই সংঘর্ষে কারোর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। The Indian Army is committed to maintaining peace and tranquility through dialogue, but is also equally determined to protect its territorial integrity. A Brigade Commander level Flag Meeting is in progress at Chushul to resolve the issues: Col Aman Anand, PRO, Army — ANI (@ANI) August 31, 2020 সরকার এই বিষয়ে জানিয়েছে যে, আমাদের জওয়ানরা চীনা সেনার অতিক্রম