‘আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে সুশান্তকে’, যুক্তি দিয়ে বোঝালেন সুব্রহ্মণ্যম স্বামী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু নিয়ে একাধিক বার সরব হয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ‍্যম স্বামী (subramanian swamy)। সিবিআই তদন্তের দাবি জানিয়ে আইনজীবী নিয়োগ থেকে শুরু করে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি। এবার ফের মুখ খুললেন বিজেপি নেতা। সুশান্ত আত্মহত‍্যা করেননি, খুন করা হয়েছে তাঁকে। এমনটাই বক্তব‍্য সুব্রহ্মণ‍্যম স্বামীর।
এই বক্তব‍্যের সপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছেন তিনি। একটি টুইটে ২৬টি বিষয় তুলে ধরে তিনি মন্তব‍্য করেছেন এই সব বিষয়গুলিই তাঁকে ভাবাচ্ছে যে সুশান্তের মৃত‍্যু আত্মহত‍্যা নয়, বরং খুন। ১. সুশান্তের ঘর থেকে পাওয়া অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, ২. তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন, ৩. চিহ্নের দৈর্ঘ‍্য, ৪. ঘরে চেয়ার টেবিল কিছুই পাওয়া যায়নি যার উপর দাঁড়িয়ে আত্মহত‍্যা করা যায়, ৫. ফ‍্যান থেকে যে কাপড় ঝুলছিল তার সঙ্গে আঘাতের চিহ্নের বৈসাদৃশ‍্য, ৬. কোনও সুইসাইড নোট মেলেনি, ৭. জিভ বের হয়ে আসেনি এমনই আরও ১৯ টি বিষয় তুলে ধরেছেন সুব্রহ্মণ‍্যম স্বামী।

সম্প্রতি টুইটে সুব্রহ্মণ‍্যম স্বামী লেখেন, ‘আমার সাম্প্রতিক চিঠিতে প্রধানমন্ত্রীকে আমি আবেদন করেছি যাতে সুশান্তের রহস‍্যজনক মৃত‍্যুর তদন্তভার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও NIA কে দেওয়া হয়। পরবর্তীকালে সিবিআই ও এই দুটি জাতীয় সংস্থাকে নিয়ে সিট গঠন করা হবে।’


এরপর আরও একটি টুইটে সুব্রহ্মণ‍্যম লেখেন, ‘আমার বিশ্বাস ইডিকে তদন্তভার গ্রহণ করতে বলা হয়েছে।’ জানা গিয়েছে, ইডির তরফে ইতিমধ‍্যেই রিয়া চক্রবর্তী ও আরও পাঁচজনের বিরুদ্ধে সুশান্তের বাবার করা এফআইআরের কপি চেয়ে পাঠানো হয়েছে বিহার পুলিসের কাছ থেকে। রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলার তদন্ত শুরু করতে পারে ইডি।

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC