Posts

Showing posts from April, 2020

গেদাঁ ফুল গানে এবার নাচলেন হট উর্বশী, তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ এবার বাদশার গেন্দা ফুলের তালে পা মেলালেন বলিউডের (Bollywood) মডেল তথা অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। আনিল শর্মার সিং সাব দা গ্রেট-এর খ্যাতনামা অভিনেত্রী এবার তাঁর ফ্যানদের হৃদয় তোলপাড় করে নিয়ে এলেন তাঁর ইন্সটাগ্রাম ভিডিও।   ভারতের উত্তরখণ্ড রাজ্যের নৈনিতালে জন্ম গ্রহণকারী এই বলিউড সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা এই সুন্দরী মডেলিং দুনিয়ায় নাম লেখানোর পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক কন্নড়, হিন্দি এমনকি বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাঁর অসাধারণ দক্ষতা ফুটে উঠেছে। বিভিন্ন সময়ে বিতর্কিত নানা পোশাক পরে ছবি আপলোড করায়, বহু নেটিজনের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কোন দিকে কর্নপাত না করেই, নিজের মেজাজে এগিয়ে গেছেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন রকম উত্তেজনামূলক ছবি এবং ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করে তাঁর ভক্তকূলকে আনন্দ দিয়েছেন। বিরাট অংশ পুরুষ ভক্তকূলের হৃদয় তোলপাড় করা হার্টথ্রব এই উর্বশী এবার পা মেতে উঠলেন

গেদাঁ ফুল গানে এবার নাচলেন হট উর্বশী, তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ এবার বাদশার গেন্দা ফুলের তালে পা মেলালেন বলিউডের (Bollywood) মডেল তথা অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। আনিল শর্মার সিং সাব দা গ্রেট-এর খ্যাতনামা অভিনেত্রী এবার তাঁর ফ্যানদের হৃদয় তোলপাড় করে নিয়ে এলেন তাঁর ইন্সটাগ্রাম ভিডিও।   ভারতের উত্তরখণ্ড রাজ্যের নৈনিতালে জন্ম গ্রহণকারী এই বলিউড সুন্দরী ২০১৫ সালে মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা এই সুন্দরী মডেলিং দুনিয়ায় নাম লেখানোর পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর একের পর এক কন্নড়, হিন্দি এমনকি বাংলা ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাঁর অসাধারণ দক্ষতা ফুটে উঠেছে। বিভিন্ন সময়ে বিতর্কিত নানা পোশাক পরে ছবি আপলোড করায়, বহু নেটিজনের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু কোন দিকে কর্নপাত না করেই, নিজের মেজাজে এগিয়ে গেছেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী। বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন রকম উত্তেজনামূলক ছবি এবং ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করে তাঁর ভক্তকূলকে আনন্দ দিয়েছেন। বিরাট অংশ পুরুষ ভক্তকূলের হৃদয় তোলপাড় করা হার্টথ্রব এই উর্বশী এবার পা মেতে উঠলেন

ফের ‘স্টান্টম‍্যান’ অবতারে হাজির অক্ষয়, নিলেন জেট সুট ওড়ানোর প্রশিক্ষণ

Image
বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে একদম উপরের দিকেই থাকবে অক্ষয় কুমারের নাম (Akshay kumar)। বিটাউনে তিনি ‘খিলাড়ি কুমার’ নামেই পরিচিত। কমেডি থেকে শুরু করে দেশাত্মবোধক সব ছবিতে সবরকম চরিত্রেই তিনি মানানসই। পাশাপাশি দেশের মানুষের স্বার্থেও যে তিনি সবসময় কাজ করে চলেছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বয়স পেরিয়ে গিয়েছে ৫০ এর গন্ডি। চুলেও পাক ধরেছে। কিন্তু এই বয়সেও তিনি বলে বলে গোল দিতে পারেন নবাগত অভিনেতাদের। সে অভিনয়ের দিক দিয়েই হোক বা ফিটনেস, ‘খিলাড়ি কুমার’ এর তকমাটা চিরদিন অক্ষয়েরই থাকবে। আর এই কথাটাই আবারও প্রমাণ করে দিয়েছেন অভিনেতা। সেই পুরনো ‘ড‍্যাশিং’ লুকে আরও একবার ধরা দিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে একটি ভিডিও যেখানে অক্ষয়কে দেখা গিয়েছে জেট সুট ওড়ানোর প্রশিক্ষণ নিতে। 1050bhp গ্র‍্যাভিটি জেট সুট পরে দিব‍্যি প্রশিক্ষণ নিলেন তিনি। প্রথম বারেই বেশ ভাল ফলও করতে দেখা গিয়েছে তাঁকে। গ্র‍্যাভিটি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চিফ টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং এর কাছে প্রশিক্ষণ নিলেন অক্ষয়। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। গ্র‍

চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে আজ সিএবির পতাকা অর্ধনমিত থাকবে।

Image
নক্ষত্র পতন হয়ে গেল ভারতীয় ক্রীড়া জগতে। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চুনী গোস্বামী। ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাতেই সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। সেই কারণে চুনী গোস্বামীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট জগতে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। চুনী গোস্বামী নেতৃত্বে 1962 সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। কিংবদন্তি এই ভারতীয় ফুটবলারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বাংলার ফুটবল সংস্থা আইএফএ। আইএফএ প্রতিনিধিরা চুনী গোস্বামীর বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন। চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সিএবির তরফে। চুনী গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাসিশ গাঙ্গুলি। চুনী গোস্বামী কে 2011 সালে সিএবির লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল। এই চুনী গোস্বামীর নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিল। আর তাই চুনী গোস্বামীর প্রয়াণে শোক প্রকাশ করে আজ সিএবির পতাকা অর্ধনমিত থাকবে। via bangla hunt

দূরদর্শনে প্রসারিত রামায়ণ গড়ল বিশ্ব রেকর্ড, সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিকের খেতাব পেলো এই পৌরাণিক কাহিনী

Bangla Hunt Desk:  করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন জারি আছে, আর এই লকডাউনে রামানন্দ সাগরের রামায়ণ (Ramayana) দূরদর্শনে (Doordarshan) আবারও প্রসারিত হচ্ছে। এবার এই টেলিভিশন শো বিশ্ব রেকর্ড করেছে। রাষ্ট্রীয় চ্যানেলের আধিকারিক ট্যুইটার হ্যান্ডেলে করা ট্যুইট অনুযায়ী, রামায়ণ সিরিয়াল দেখায় গোটা বিশ্বের দর্শক নতুন রেকর্ড গড়েছে ১৬ই এপ্রিল ৭.৭ কোটি দর্শকের সাথে এই গোটা বিশ্বের সর্বাধিক দেখা ধারাবাহিকের খেতাব পেয়েছে। Rebroadcast of #Ramayana on #Doordarshan smashes viewership records worldwide, the show becomes most watched entertainment show in the world with 7.7 crore viewers on 16th of April pic.twitter.com/edmfMGMDj9 — DD India (@DDIndialive) April 30, 2020 করোনা ভাইরাসের কারণে দেশের সবাই এখন ঘরে বন্দি। টিভিতে অনেক পুরনো সিরিয়াল এখন আবার নতুন করে দেখানো হচ্ছে। কারণ লকডাউন আর করোনাভাইরাসের কারণে সিরিয়াল, সিনেমা আর ওয়েব সিরিজ এর শুটিং ১৭ই মার্চ থেকে বন্ধ আছে। আর এরপর দূরদর্শন সিদ্ধান্ত নেয় যে, মহাভারত সিরিয়াল পুনঃ প্রসার করবে তাঁরা। মহাভারতের পুনঃপ্রচার সাড়া পাওয়ার পর অনেকের আবে

ভারত UNSC এর স্থায়ী সদস্য হওয়ার যোগ্য, বিদায় নেওয়ার সময় জানালেন সৈয়দ আকবরউদ্দিন

Image
বাংলাহান্ট ডেস্কঃ সংযুক্ত রাষ্ট্র সংঘে (United Nations) ভারতের (India) স্থায়ী প্রতিনিধিত্বকারী সৈয়দ আকবর উদ্দিন অবসর নিলেন। ২০১৬ সাল থেকে এই পদে অবতীর্ণ থেকে সংযুক্ত রাষ্ট্র সংঘে ভারতের স্থান মজবুত করতে তিনি অনেক সুখ্যাতি পেয়েছিলেন। এই পদ থেকে অবসর নেওয়ার আগে UN-এর সেক্রেটারি জেনারেলের সাথে তিনি শেষবার ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন। সৈয়দ আকবর উদ্দিন UN-এর সেক্রেটারি জেনারেলকে ভিডিও কনফারেন্সে জানান, ‘এই পদ থেকে অবসর নেওয়ার আগে আমরা একটা অনুরোধ আছে। ভারতীয় রীতি অনুযায়ী কোন ব্যক্তির সাথে প্রথম দেখা হলে অথবা কোন জায়গা থেকে বিদায় নেবার সময় আমরা হ্যালো বলি না বা হাত মেলাই না। আমরা ভারতীয়রা হাত জোড় করে নমস্তে জানাই। সেই কারণে আমি কথা শেষ হবার আগেই আপনাকে নমস্তে জানাতেই চাই। আর আপনিও যদি নমস্তে করেন, তাহলে আমি আমার এক সঙ্গীকে এই ছবিটা তুলতে বলব’। এর পাশাপাশি তিনি ভারতের প্রভূত প্রশংসা করে বলেছেন, ‘UN -এর স্থায়ী সদস্যপদ প্রার্থী হিসাবে ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই ভারত এই পদ অধিকারে যোগ্য। ভারত বিভিন্ন দিক থেকে উন্নতশীল একটি ধর্মনিরপেক্ষ দেশ। বিলিয়ন-প্লাস জনসংখ্যার একটি গণতান্ত্রিক দেশ।

ভারত অনেক বেশি সুরক্ষিত, আরও কিছুদিন এখানেই থাকতে চাই! জানালেন কেরলে আটকে পড়া আমেরিকান

Image
Bangla Hunt Desk:  ভারতে (India) আটকে পড়া এক আমেরিকার (USA) নাগরিক জানান, তাঁর দেশের তুলনায় ভারত অনেক সুরক্ষিত। উনি জানান, মহামারীর প্রকোপ ভারতের থেকে আমেরিকায় বেশি, এর কারণে তিনি আরও কিছুদিন ভারতে থাকতে চান। রিপোর্ট অনুযায়ী, থিয়েটার কর্মী টেরি জন কনভার্স (Terry John Converse) (৭৪) একজন আমেরিকার নাগরিক আর লকডাউনের সময় থেকে তিনি ভারতে আটকে আছেন। উনি কেরল হাইকোর্ট থেকে ১৭ মে পর্যন্ত ভারতে থাকার অনুমতি হাসিল করে নিয়েছেন।   টেরি জন বলেন, আমি এখন ভারতেই আগামী ছয় মাস পর্যন্ত ভারতে থাকতে চাই। এটা দ্বিতীয়বার হল যে ওনার ভিসার বৈধতা বাড়ানো হয়েছে। প্রথমবার ওনার ভিসার মেয়াদ ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়, কারণ ২৪ মার্চ রাষ্ট্রব্যাপী লকডাউন জারি করা হয়েছিল। আদালত এখন ওনার ভারতে থাকার আবেদন নিয়ে আগামী ১৭ মে শুনানি করবে। যদি ভারতে লকডাউন জারি থাকে, তাহলে ওনার ভিসার মেয়াদ বাড়ানো হবে। টেরি জন জানান, তিনি আমেরিকার তুলনায় ভারতে অনেক সুরক্ষিত আছে কারণ মহামারীর প্রকোপ ভারতের থেকে অনেক বেশি আমেরিকায়। আপনাদের জানিয়ে দিই, ভারতে এখনো পর্যন্ত করোনা ভাইরাসে মোট ৩৫ হাজার ৪৪ জন আক্রান্ত হয়েছেন আর এই

মে মাসের শুরুতেও পাহাড় প্রমাণ দাম বাড়ছে সোনা রূপোর, কমল রান্নার গ্যাসের দাম

Image
বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে নতুন মাস চলে এলেও দাম কমল না সোনা (Gold) রূপোর (Silver)। ক্রমাগত বেড়েই চলেছে এই দাম। তবে এই মুহুর্তে কিছুতা হলেও কমেছে রান্নার গ্যাসের দাম। লকডাউনের বাজারের কেনা বেচা বন্ধ থাকায়, মাঝে মধ্যেই দামের বেশ ওঠানামা দেখা যাচ্ছে। গৃহবন্দির মধ্যেও হাসি ফুটল ব্যবসায়ীদের মুখে। তবে উল্টো দিকে রান্নার গ্যাসের দাম কমতে, কিছুটা স্বস্তির মুখে আমজনতা। বিশ্ববাজারে এখন বন্ধ সোনা রূপো কেনা বেচা। কারণ, করোনা ভাইরাসের (COVID-19) কারণে দেশে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দিয়েছে কেন্দ্র সরকার। বৈদেশিক সমস্ত যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকার দরুণ দেশের অর্থনীতি ক্রমাগত নিম্নগামী। তা সত্ত্বেও সরকার নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে জারী রেখেছে লকডাউন অবস্থা। এই সময়ে খোলা থাকবে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। বন্ধ রয়েছে সোনা রূপোর দোকান। গতকাল কলকাতায় (Kolkata) সোনার দাম ছিল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের মূল্য ৪৪৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৫ টাকা। আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১০ গ্রামের দাম ৪৪৭৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭৬ টাকা। ২৪ ক্যার

বাংলার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ? উইকিপিডিয়ার দাবি নিয়ে ব্যাপক তোলপাড়

Image
বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West bengal) মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এটা দেখলে যে কেউ চমকে উঠবেন। তবে এই কথাটা যে একদমই ভুল নয়, তা প্রমাণ করল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উইকিপিডিয়ার তথ্য। গুগল সার্চ করে দিলীপ ঘোষের উইকিপিডিয়া থেকে বেরিয়ে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। বাংলায় তৃণমূল – বিজেপি সংঘর্শের মধ্যে আরও এক বিষয় উঁকি দিল। মমতা ব্যানার্জী নয়, বাংলার মুখ্যমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। এমনটাই লেখা রয়েছে দিলীপ ঘোষের উইকিপিডিয়া বিবরণে। গুগলে দিলীপ ঘোষ লিখে সার্চ করলে তাঁর উইকিপিডিয়ায় প্রথমেই বাম দিকে উজ্জ্বল অক্ষরে লেখা দেখা যাচ্ছে, ‘বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন দিলীপ ঘোষ। তিনি একজন পার্লামেন্টের একজন দায়িত্ববান সদস্য’। কোন বিশিষ্ট ব্যক্তির বিষয়ে বিশদে জানতে গেলে উইকিপিডিয়াতে সার্চ করতে হয়ে। তবেই বিশদে জানা সম্ভব হয়। কিন্তু এই উইকিপিডিয়ার তথ্যেই যদি ভুল থাকে, তাহলে তা অত্যন্ত চিন্তার বিষয়। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, প্রথমবার বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন। এমনকি দু’দুবার বিজেপির রাজ্য সভাপতি হয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, উইকিপিডিয়ার তথ্য ভাণ্ডার একেবারে

নিষ্ঠা ভরে প্রতি শুক্রবার করে করুন সন্তোষী মায়ের উপাসনা, জীবনে ফিরবে সুখ শান্তি

Image
বাংলাহান্ট ডেস্কঃ যোধপুরে (Jodhpur) প্রাচীনকাল থেকেই সন্তোষী দেবীর (Santoshi Maa) একটি মন্দির আছে। ষাটের দশকের শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার শুরু করা হয়েছিল। মৌখিক কথা-কাহিনী, ব্রতের বিবরণী সম্বলিত পুথি, পোষ্টার ইত্যাদির মাধ্যমে সন্তোষী মায়ের  জনপ্রিয়তা বাড়তে থাকে। দেবীর জন্ম শুক্রবারে পূর্ণিমা তিথিতে তাই। সেহেতু সন্তোষী মার পূজার জন্য শুক্রবার দিনটি বেছে নেওয়া হয়।   সন্তোষী মা চর্তুভূজা তথা রক্তবস্ত্র পরিহিতা। সন্তোষী মা নিজের চারটি হাতের দুটিতে ত্রিশূল ও তলোয়ার ধারণ করেন ও বাকী দুটি হাতে বরাভয় ও সংহার মুদ্রা ধারণ করেন। মায়ের ত্রিশূলপাত তিনটি গুণের প্রতীক ও তলোয়ারটি জ্ঞানের প্রতীক।পৌরাণিক মতে, গণেশের দুই পুত্র শুভ আর লাভের ইচ্ছা ছিল তাঁরা বোনের হাতে রাখী বাঁধবেন। তাঁদের মনোবাসনা পূর্ণ করতে পিতা গণেশ কন্যা রূপে দেবী সন্তোষীর সৃষ্টি করেছিলেন। দাদাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য তার সৃষ্টি হওয়ায়, তাঁর নাম হল সন্তোষী। দিনটি ছিল রাখী পূর্ণিমার দিন এবং শুক্রবার। সন্তোষের অধিষ্ঠাত্রী এই দেবী, তার ভক্তের সকল মনোষ্কামনা পূর্ণ করেন বলে তাঁকে সন্তোষী মা বলা হয়। ”ॐ শ্রী সন্তোষী মহ

মে মাসের শুরুতেই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়া আপডেট

Image
বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাস অর্থাৎ মে মাসের শুরু থেকেই আবহাওয়ার (Weather) কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রবল ঝড় বৃষ্টির ফলে নিম্নগামী শহরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে বিহার ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে ৮ ই মে অবধি বিস্তীর্ণ অঞ্চলে ভারি বৃষ্টির আভাষ দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ রাজ্যের বেশ কিছু এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সৃষ্ট ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়তে পারে বাংলাতেও। ফলে সপ্তাহের শেষের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। যার ফলে ফের বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া। নামতে পারে আবহাওয়র পারদ। গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এপ্রিলের শেষের দিকে ঝড় বৃষ্টির কারণে আবহাওয়ার পারদ নিম্নগামী হলেও, মে মাসের শুরুতে সামান্য হলেও বেড়েছে তাপমাত্রা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা করছে হ

সবুজ-সোনালি শাড়িতে দেশি অবতারে ‘ঝুমা বৌদি’, মুহূর্তে ভাইরাল ছবি

Image
বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে (monalisa) চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যোপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ (jhuma boudi) যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। সেলুলয়েডের পর্দা বা টেলিভিশন জগতে তো বটেই, নেটদুনিয়াতেও তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং বাড়ছে দিন দিন। আর হবে নাই বা কেন। প্রায়দিনই নিজের নানা হট ছবি ও ভিডিও তিনি শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সেইসব ছবি যুবকদের মনে ঝড় তুলতে বাধ্য। View this post on Instagram Kissed By The Sun… And I Couldn’t Stop Posing …. #goodmorning #sunkissed #poser #happyme #selflove A post shared by MONALISA (@aslimonalisa) on Apr 22, 2020 at 9:51pm PDT এখন অন‍্যান‍্যদের মতো মোনালিসাও রয়েছেন হ