করোনা মহামারির বিরুদ্ধে লড়তে ৪৮ ঘণ্টায় সস্তার ভেন্টিলেটর তৈরি করে দেখাল মাহিন্দ্রা

কেন্দ্রের অনুমোদন মিললেই, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে মহিন্দ্রার তৈরী ভেন্টিলেটর । বাইরে থেকে আসা ভেন্টিলেটর কিনতে যেখানে প্রায় ৮কিংবা ১০ লক্ষ টাকা খরচ করতে হয়, ঘরোয়া প্রযুক্তিতে তৈরি এই ভেন্টিলেটর সাড়ে ৭ হাজার টাকাতেই পাওয়া যাবে।

আর রাতারাতি তা বানাবে মাহিন্দ্রা ।গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ৯২৮।এখন তা বেড়ে প্রায় ৭লক্ষ কি তার বেশী। এদিকে ভারতের অবস্থায় করুন।

কোরোনার থাবায় মৃত্যু হয়েছে প্রায় ৩৩ হাজারের বেশী মানুষের। করোনা ভাইরাস যেন ক্রমশ শক্তিশালি হচ্ছে। আর তার মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। আর করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। বাড়িতে থেকে সবাইকে সুস্থ আর সচেতন থাকার নিদান দিয়েছেন।

“মহিন্দ্রার কর্মীরা মিলে সাশ্রয়ী শ্বাসযন্ত্র প্রযুক্তি তৈরির কাজ প্রায় শেষ করে এনে ফেলেছেন। তার একটা মডেলের ভিডিয়ো নিয়ে এলাম। প্যাকেজিং এখনও বাকি। পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।” এমনটাই জানিয়েছেন মহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

ফের ‘স্টান্টম‍্যান’ অবতারে হাজির অক্ষয়, নিলেন জেট সুট ওড়ানোর প্রশিক্ষণ