করোনার ভয়ে ছাগলের মুখেও মাস্ক, তুমুল ভাইরাল টিকটক ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।
ইতিমধ‍্যেই লকডাউন ঘোষনা হয়ে গিয়েছে বেশ কিছু রাজ‍্যে। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেছেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। নেহাত প্রয়োজনে যারা বেরোচ্ছেন সবার মুখেই মাস্ক। সর্বক্ষণ করোনা নিয়ে প্রচার করা হচ্ছে। রোগের লক্ষণ, সম্ভাব্য প্রতিরোধের উপায় সবই মানুষের জন্য জানানো হচ্ছে। চিকিৎসকরা বারবার বলছেন করোনা নিয়ে মিথ্যা প্রচার না চালাতে। এতে মানুষের মনে অহেতুক ভয়ের সঞ্চার হচ্ছে। তাই যে যেমন ভাবে পারছেন মন থেকে দুশ্চিন্তা দূর করার চেষ্টা চালাচ্ছেন। কেউ মিম বানিয়ে মজা করছেন আবার কেউ বা করোনা নিয়ে বানিয়ে ফেলেছেন গান। এরই মধ্যে টিকটক ভিডিও বানানো কিন্তু অব্যাহত রয়েছে। বরং এখন করোনা নিয়ে টিকটক ভিডিও তৈরি হচ্ছে।


সম্প্রতি এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কয়েকটি ছাগলকে মাস্ক পরানো হয়েছে। একটি মাঠে বেশ কয়েকটি পোষ্য ছাগল, তাদের সবার মুখে মাস্ক পরানো। ব্যাকগ্রাউন্ডে একটি ভোজপুরি গানের সঙ্গে বানানো হয়েছে এই ভিডিও। গানটিও বানানো হয়েছে করোনার থেকে সতর্কবার্তা দেওয়ার জন্য। সব মিলিয়ে নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে এই ভিডিও।

যদিও এই ভিডিওটি মজা করেই বানানো এবং পশুদের এভাবে মাস্ক পরিয়ে করোনা থেকে রক্ষা করা যায় কিনা সেই নিয়ে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাও ভিডিওটির মাধ্যমে মানুষকে সতর্কতার বার্তা দেওয়া যাচ্ছে।

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

ফের ‘স্টান্টম‍্যান’ অবতারে হাজির অক্ষয়, নিলেন জেট সুট ওড়ানোর প্রশিক্ষণ