ভারতে থাকা অসহায় পাকিস্তানি হিন্দুদের পাশে দাঁড়াল RSS

এবার পাকিস্তানী হিন্দুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরএসএস কর্মীরা। ওড়িশা ও কর্ণাটকে আরএসএস স্বয়ংসেবকরা মাস্ক  বিতরণ করেছেন এবং সচেতনতা চালিয়েছেন। মধ্য প্রদেশে, তারা একটি পুরো গ্রাম স্যানিটাইজ করেছে iযখন কেরালায়, স্বয়ংসেবক এবং সেবা ভারতী স্বেচ্ছাসেবীরা পুলিশ এবং ফায়ার সার্ভিসগুলিকে সাফাই এবং জীবাণুনাশক কার্যে সহায়তা করে যাচ্ছেন।

বেশ কিছুদিন আগেই ভারতের এই বিপদের পরিস্থিতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) স্থানীয় জনগোষ্ঠী ও প্রশাসনকে করোন ভাইরাস মহামারীটির বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যেতে সহায়তা করার পদক্ষেপ নিয়েছে।

 

প্রতিকূলতা ঠেকানোর ক্ষমতা নেই তাদের জন্যে এই দল অনেক জিনিস কিনে সাহায্যের হাত বাড়িয়েছে।  যেমন, সাবান, স্যানিটাইজার এবং প্রতিরক্ষামূলক মাস্ক জনসাধারণের মধ্যে বিতরণ করেচে এই দল।

মধ্য প্রদেশে, তারা একটি পুরো গ্রাম স্যানিটাইজ করয়েছে। আর কেরালায়, সাহায্য করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তার জন্য হাসপাতালের বিছানা এবং ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা গেছে। এমনকি এই সংগঠনটি দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্যে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC