দূরদর্শনে প্রসারিত রামায়ণ গড়ল বিশ্ব রেকর্ড, সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিকের খেতাব পেলো এই পৌরাণিক কাহিনী

Bangla Hunt Desk: করোনাভাইরাসের কারণে গোটা দেশে লকডাউন জারি আছে, আর এই লকডাউনে রামানন্দ সাগরের রামায়ণ (Ramayana) দূরদর্শনে (Doordarshan) আবারও প্রসারিত হচ্ছে। এবার এই টেলিভিশন শো বিশ্ব রেকর্ড করেছে। রাষ্ট্রীয় চ্যানেলের আধিকারিক ট্যুইটার হ্যান্ডেলে করা ট্যুইট অনুযায়ী, রামায়ণ সিরিয়াল দেখায় গোটা বিশ্বের দর্শক নতুন রেকর্ড গড়েছে ১৬ই এপ্রিল ৭.৭ কোটি দর্শকের সাথে এই গোটা বিশ্বের সর্বাধিক দেখা ধারাবাহিকের খেতাব পেয়েছে।

করোনা ভাইরাসের কারণে দেশের সবাই এখন ঘরে বন্দি। টিভিতে অনেক পুরনো সিরিয়াল এখন আবার নতুন করে দেখানো হচ্ছে। কারণ লকডাউন আর করোনাভাইরাসের কারণে সিরিয়াল, সিনেমা আর ওয়েব সিরিজ এর শুটিং ১৭ই মার্চ থেকে বন্ধ আছে। আর এরপর দূরদর্শন সিদ্ধান্ত নেয় যে, মহাভারত সিরিয়াল পুনঃ প্রসার করবে তাঁরা।

মহাভারতের পুনঃপ্রচার সাড়া পাওয়ার পর অনেকের আবেদনে দূরদর্শনে আবারও রামায়ণের পুনঃপ্রচার শুরু হয়। দর্শকেরা রামায়ণ, মহাভারতের মতো পৌরাণিক ধারাবাহিক গুলোকে খুব পছন্দ করছে। রোজই সোশ্যাল মিডিয়ায় এই পৌরাণিক কাহিনীর সিরিয়াল গুলো নিয়ে চর্চা হচ্ছে।

রামায়ণের পুনঃপ্রচারের পর এই ধারাবাহিকের প্রধান অভিনেতা অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া, সুনীল লহরি আর অরবিন্দ ত্রিবেদী আরও একবার চর্চার পাত্র হয়ে উঠেছেন। তাঁরা দর্শকের প্রতিক্রিয়া পাওয়ার পর অনেক অনেক বেশি উৎসাহিত।

যেই দিন রামায়ণের প্রথম এপিসোড দূরদর্শনে প্রসারিত হয়, সেই দিন ১৭ মিলিয়ন (এক কোটি ৭০ লক্ষ) দর্শক এই সিরিয়াল দেখেন। অন্যান্য বিখ্যাত সিরিয়াল যেমন বুনিয়াদ, শক্তিমান, শ্রীমান শ্রীমতী আর দেখ ভাই দেখ-ও বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছে। ব্যাক্তিগত চ্যানেলের তুলনায় এখন দর্শক দূরদর্শনের পুরনো সিরিয়াল গুলো নিয়েই বেশি মজে আছেন।

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও