চুনী গোস্বামীকে শ্রদ্ধা জানিয়ে আজ সিএবির পতাকা অর্ধনমিত থাকবে।

নক্ষত্র পতন হয়ে গেল ভারতীয় ক্রীড়া জগতে। না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট ক্রীড়াবিদ চুনী গোস্বামী। ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাতেই সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী। সেই কারণে চুনী গোস্বামীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রিকেট জগতে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই।

চুনী গোস্বামী নেতৃত্বে 1962 সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। কিংবদন্তি এই ভারতীয় ফুটবলারের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে বাংলার ফুটবল সংস্থা আইএফএ। আইএফএ প্রতিনিধিরা চুনী গোস্বামীর বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন।

চুনী গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সিএবির তরফে। চুনী গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাসিশ গাঙ্গুলি। চুনী গোস্বামী কে 2011 সালে সিএবির লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছিল। এই চুনী গোস্বামীর নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিল। আর তাই চুনী গোস্বামীর প্রয়াণে শোক প্রকাশ করে আজ সিএবির পতাকা অর্ধনমিত থাকবে।

via bangla hunt

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও