মে মাসের শুরুতেই রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনাঃ আবহাওয়া আপডেট

বাংলাহান্ট ডেস্কঃ নতুন মাস অর্থাৎ মে মাসের শুরু থেকেই আবহাওয়ার (Weather) কিছুটা হলেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রবল ঝড় বৃষ্টির ফলে নিম্নগামী শহরের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তবে বিহার ও সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে ৮ ই মে অবধি বিস্তীর্ণ অঞ্চলে ভারি বৃষ্টির আভাষ দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আজ রাজ্যের বেশ কিছু এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

বাংলাদেশ ও মায়ানমার উপকূলে সৃষ্ট ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাব পড়তে পারে বাংলাতেও। ফলে সপ্তাহের শেষের দিকে হতে পারে ঝড় বৃষ্টি। যার ফলে ফের বদলে যেতে পারে রাজ্যের আবহাওয়া। নামতে পারে আবহাওয়র পারদ।

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এপ্রিলের শেষের দিকে ঝড় বৃষ্টির কারণে আবহাওয়ার পারদ নিম্নগামী হলেও, মে মাসের শুরুতে সামান্য হলেও বেড়েছে তাপমাত্রা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা করছে হাওয়া অফিস। তাপমাত্রা খুব একটা বৃদ্ধি না পেলেও, বাতাসে জলীয় বাস্প অপেক্ষা আদ্রতার পরিমাণ বেশি রয়েছে। যার ফলে গতকাল থেকেই গরম অনুভব করছে শহরবাসী।

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার। আবার, শনিবার দিন ওইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবার নতুন সপ্তাহেও থাকবে ঝড়ের আবহাওয়া। সোমবার হতে পারে প্রবল ঝড় বৃষ্টিসহ বজ্রপাত। আবার সপ্তাহের মাঝামাঝিতে আন্দামান সাগর থেকে নিম্নচাপ তৈরি হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও