আসানসোলে খোঁজ মিলল গোপন অস্ত্র কারখানার, উদ্ধার ১০০টি অস্ত্র-সহ বিপুল সরঞ্জাম, গ্রেফতার ৬
বাংলাহান্ট ডেস্কঃ আসানসোলে (Asansol) অস্ত্র কারখানার সন্ধান পেল কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) (STF)। বিশেষ সূত্রে খবর পেয়ে এসটিএফ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ি যৌথ ভাবে অভিযান করে। সেই অভিযানে নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নুরনগরে বিশাল অস্ত্র তৈরি কারখানার হদিস পায় পুলিশ। বিপুল সংখ্যায় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে তারা। গ্রেফতার করেছে ছ’জনকে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০০টা তৈরি অস্ত্র, অন্তত সাড়ে তিনশোটি অর্ধ নির্মিত অস্ত্র, একটা লেদ মেশিন এবং একটা ঝালাই করার যন্ত্র উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গত ১৯ ফেব্রুয়ারি কলকাতায় (kolkata) এসটিএফের এক আধিকারিক বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা সৌকত আনসারিকে গ্রেফতার করেন। তাকে জিজ্ঞাসাবাদ করে আসানসোলের নিয়ামতপুর এলাকায় অস্ত্র তৈরির কারখানার কথা জানতে পারে পুলিশ। লকডাউনের মধ্যে এসটিএফের এক আধিকারিক সাধারন নাগরিকের বেশে নিয়ামতপুর এলাকায় সন্ধান চালাতে থাকেন। সম্পূর্ণ তথ্য পাওয়ার পরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাহায্যে শুক্রবার সন্ধ্যায় হানা দেয় নুরনগর এলাকায়। ঘ...