কোভিড হাসপাতালে ১ লক্ষ বেডের ব্যবস্থা করা প্রথম রাজ্যে পরিণত হল উত্তরপ্রদেশ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকার নিল এক বড় পদক্ষেপ। করোনা রোগীদের জন্য প্রায় ১ লক্ষ বেডের ব্যবস্থা করল। রাজ্যের ৭৫ টি জেলায় আলাদা আলাদা করে করোনা হাসপাতালে এই বেডের ব্যবস্থা করা হল। করোনা রোগীদের জন্য বিরাট সংখ্যক বেডের ব্যবস্থা করে দেশের মধ্যে এই কাজের জন্য প্রথম রাজ্যের তকমা পেল উত্তরপ্রদেশ। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথমবার কোন রাজ্য, উত্তরপ্রদেশ করোনা রোগীদের জন্য প্রায় ১ লক্ষ বেডের ব্যবস্থা করল।

বেডের ভাগ করা হল তিনটি স্তরে
এই ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের হাসপাতালগুলির শয্যাগুলিকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় স্তরে প্রথমিক লক্ষ্মণ যুক্ত রোগীদের রাখা হবে এবং তৃতীয় শয্যায় গুরুতর সংক্রমণযুক্ত ব্যক্তিদের রাখার ব্যবস্থা করা হবে।

চিকিৎসা পদ্ধতি
AIR সংবাদ সংস্থা মারফত জানা যায়, প্রথম স্তরের রোগীদের জন্য অক্সিজেনের এবং দ্বিতীয় স্তরের রোগীদের জন্য অক্সিজেনের সঙ্গে ভেন্টিলেটরের ব্যবস্থা করা হবে। তৃতীয় স্তরে যে সমস্ত রোগী থাকবে, তাঁদের জন্য ডায়ালাইসিসের ব্যবস্থা পাশাপাশি আইসিইউ-এরও ব্যবস্থাও থাকছে।

বাড়ানো হবে টেস্টের সংখ্যা
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন, জুন মাসের মধ্যে ৭৫ টি জেলায় দৈনিক প্রায় ২০০০০ টি করে করোনা টেস্ট করা হবে। ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে।

রাজ্যে করোনা পরিস্থিতি
এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘন্টায় ৩৭৮ টি নতুন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭৫। তাঁর মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা রয়েছে ৩০১৫ জন। নয়ডায় নতুন করে ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪৯ জন করোনা সংক্রমিত হয়েছেন। মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২১৭।

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC