সোনু সুদকে বিজেপির এজেন্ট ও কংগ্রেস বিরোধী বলে আক্রমন কংগ্রেস সমর্থকদের

বাংলাহান্ট ডেস্কঃ হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরেয়ে সব মহলের প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন সোনু সুদ (Sonu Sood)। আম জনতা থেকে বলিউড তারকা,এমনকি রঙ নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরাও কুর্নিশ জানাচ্ছেন সুপারম্যান সোনু সুদকে। তারকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগকে আগেই মহত্ বলে উল্লেখ করেছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং(Bhagat Singh) কোশিয়ারি, এবার সোনুর সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাত্ সারলেন রাজ্যপাল। শনিবার রাজভবনে অভিনেতার সঙ্গে একান্ত আলাপচারিতা সারতে দেখা গেল রাজ্যপালকে। জানা গিয়েছে সোনুর কাজের ভূয়সী প্রশংসা করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল।

রাজভবনের তরফে জারি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, মুম্বইয়ে রাজভবনে  সোনু সুদকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। নিজের কাজ সম্পর্কে এদিন রাজ্যপালকে বিস্তারিত তথ্য দেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে কীভাবে ব্যবস্থা নিচ্ছেন তিনি সে সম্পর্কে জানান অভিনেতা। তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন রাজ্যপাল এবং জানিয়েছেন এই কাজে সবরকম সাহায্য করতে আগ্রহী তিনি’।

বিভিন্ন রাজ্যের সহায়তা নিয়ে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে সুরক্ষিতভাবে ঘরে ফেরাচ্ছেন সোনু সুদ,সংখ্যাটা প্রতিদিন বাড়ছে কাতারে কাতারে। শুধু যাতায়াতই নয় পথে তাঁদের খাবার জল সবকিছুর ব্যবস্থা করছেন অভিনেতা। গোটা প্রক্রিয়ার তদারকিও করছেন নিজে দাঁড়িয়ে থেকে। সোনু সুদ দৃঢ় প্রতিজ্ঞ দেশের প্রতিটি পরিযায়ী শ্রমিক ঘরে ফেরা না অবধি ক্ষান্ত হবেন না তিনি!

শুক্রবার এয়ার এশিয়ার বিশেষ বিমান কেরলে আটক ওড়িশার ১৬৭ জন মহিলা শ্রমিককে উদ্ধার করেন সোনু সুদ।

এয়ার এশিয়ার বিমানে তাঁদের কোচি থেকে ভূবনেশ্বর এবং সেখান থেকে বাস করে কেন্দারাপাড়ার বাড়িতে যাওয়ার যাবতীয় ব্যবস্থাও করেন সোনু সুদ। ওই রুটে কোনরকম বিশেষ ট্রেন চলছে না পরিযায়ী শ্রমিকদের জন্য তা ভালোভাবেই জানেন সোনু সুদ। তাই বিমান ছাড়া অপর কোনও রাস্তায়ই ছিল না ওই মহিলা শ্রমিকদের ফেরানোর,সেই কারণেই এই ব্যবস্থা করেন তারকা।

সোশ্যাল মিডিয়া মুগ্ধ সোনু সুদ, তিনি যে রিল লাইফে নন রিয়েল লাইফের সুপারহিরো সেকথাই বলছে নেট দুনিয়ার বাসিন্দারা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, অভিনেতা অজয় দেবগণ, ফারহা খান সহ বহু ব্যক্তিত্ব সোনুর এই মহান উদ্যোগের প্রশংসা করেছেন।

সোনু সুদ নাকি সব করছেন বিজেপি-র নির্দেশে। বলিউডের রুপোলি পর্দার খলনায়ক নাকি বাস্তবেও তাই-ই! আদতে তিনি নাকি বিজেপি-র এজেন্ট। কংগ্রেস, শিবসেনা,

 

এনসিপি জোটকে সবার চোখে নীচু দেখাতেই তাঁর এই অক্লান্ত পরিশ্রম! আসলে পুরোটাই নাকি আইওয়াশ! রবিবার মহারাষ্ট্রের রাজ্যপাল মহা গাভের সঙ্গে দেখা করার পরেই কংগ্রেসের তীব্র অভিযোগ বলিউড অভিনেতাকে ঘিরে।

রাজনৈতিক মহলের খবর, অতিসম্প্রতি শহিদ ভগৎ সিংহের সঙ্গে তুলনা করে ছবিও পোস্ট হয়েছে সোশ্যালে। তারপর থেকেই নাকি অভিনেতার ওপর ক্ষিপ্ত কংগ্রেস। সেই ক্ষোভে আগুন ধরায় রাজ্যপালের সঙ্গে আজকের সাক্ষাৎ।

এরপরেই ক্ষোভে ফেটে পড়ে অভিযোগের আঙুল তোলা হয়। দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিজেপির এজেন্ট বলেই স্মৃতি ইরানি-সহ সমস্ত বিজেপি নেতা এভাবে প্রসংশায় ভরিয়ে দিচ্ছেন সোনুকে!  ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও তাঁর প্রচেষ্টার প্রশংসা করেছেন ‘উচ্চবর্ণের হিন্দু’ বলে তাদের আক্রমণ করা হয়েছিল।

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

ফের ‘স্টান্টম‍্যান’ অবতারে হাজির অক্ষয়, নিলেন জেট সুট ওড়ানোর প্রশিক্ষণ