জন্মসূত্রে কুয়েতি, বলিউডে রূপের জাদুতে মাত করছেন সঞ্জীদা শেখ
বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় ইতিমধ্যেই বেশ নাম করে ফেলেছেন অভিনেত্রী সঞ্জীদা শেখ (sanjeeda sheikh)। জন্ম কুয়েতে হলেও এখন মুম্বইয়েরই বাসিন্দা তিনি। হিন্দি ধারাবাহিকে অসাধারন অভিনয় ও মোহময়ী রূপের জাদুতে দর্শকমনে দিব্যি জায়গা করে নিয়েছেন সঞ্জীদা।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় সঞ্জীদা শেখ। ছোটপর্দায় তিনি কেরিয়ার শুরু করেছেন প্রায় দশ বছর হয়ে গিয়েছে। অভিনয় দক্ষতার জেরে খুব কম সময়েই বড় সংখ্যক দর্শকের কাছে পৌঁছে গিয়েছেন তিনি।

সেই সঙ্গে দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে সঞ্জীদার ফ্যান ফলোয়ার। ইনস্টাগ্রামে ৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। অনুরাগীদের মনোরঞ্জনের জন্য মাঝে মাঝেই ছবি, ভিডিও শেয়ার করেন সঞ্জীদা। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সেই সব ছবি।
সম্প্রতি বেশ কিছুদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছেন সঞ্জীদা। স্বামী আমির আলির সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চায় রয়েছেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর ২০১২ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঞ্জীদা ও আমির। এমনকি রিয়েলিটি শো নাচ বলিয়ের তৃতীয় সিজনেও অংশগ্রহণ করে জিতেছিল এই জুটি।
২০০৫ সালে অভিনয়ে পা রাখেন সঞ্জীদা। কেয়ামত, এক হাসিনা থি, ইশক কা রং সফেদ সহ বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন সঞ্জীদা। ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় তারকা তিনি।
via Weather News Bengali






Comments
Post a Comment