বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, এরই মাঝে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বাংলাহান্ট ডেস্কঃ আগামীকালের আবহাওয়ার (weather tomorrow) রিপোর্ট জানাচ্ছে, দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার সকাল থেকেই বাংলার দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি উত্তরের বেশ কিছু জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। জারী করা হয়েছে হলুদ সতর্কতাও।

আগামীকালের তাপমাত্রা
আগামী কাল শহরের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়ায়ের আশেপাশে। আগামীকাল সকালের দিকে বেশ কিছু এলাকায় রয়েছে বজ্র বিদ্যুতসহ বৃষ্টির পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে রাতের দিকে মূলত আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

সূর্যোদয়/ সূর্যাস্ত
সকাল ৫ টা বেজে ২০ মিনিটে সূর্যোদয় হয়ে ৫ টা ৫২ মিনিট অবধি আকাশে বিরাজ করবে।

চন্দ্রোদয়/ চন্দ্রাস্ত
সন্ধ্যে৬ টা বেজে ১৫ মিনিটে চন্দ্রোদয় হয়ে ভোর ৬ টা বেজে ২ মিনিট অবধি থাকছে।

ঝড় বৃষ্টির সম্ভাবনা
সকালের দিকে এবং রাতের দিকে ঘণ্টায় ১৫-১৩ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। তবে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলা জুড়েই।

সকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ৫৭% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ৬০%।

বিকালের দিকে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে ২৫% এবং বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে ২৪%।

কোথায় কোথায় বৃষ্টি হবে?
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারী করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে।

The post বাংলার বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি, এরই মাঝে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC