প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে, শোক প্রকাশ করলেন বিরাট কোহলি…
বাংলা হান্ট ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukhopadhyay)। মৃত্যুর সঙ্গে দীর্ঘ দিন রুদ্ধশ্বাস লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে বাধ্য হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। ভারতীয় ক্রীড়া জগতও প্রণব মুখোপাধ্যায় মহাশয় এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর।
The nation has lost a brilliant leader. Saddened to hear about the passing of Shri Pranab Mukherjee. My sincere condolences to his family.
— Virat Kohli (@imVkohli) August 31, 2020
Rest in Peace #PranabMukherjee ji. An inspiring figure to the nation. My condolences are with his loved ones.
— Rohit Sharma (@ImRo45) August 31, 2020
দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যু সংবাদ পাওয়ার পর শোক প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, টেস্ট দলের সহ- অধিনায়ক আজিঙ্কা রাহানে সহ বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র শেহবাগ, ভিভিএস লাক্সন, অনিল কুম্বলে। সকলেই টুইট করে শোক প্রকাশ করেছেন।
My heartfelt condolences on the passing away of Shri #PranabMukherjee . Om Shanti pic.twitter.com/Q2noCKVFnq
— Virender Sehwag (@virendersehwag) August 31, 2020
I'm extremely saddened by the demise of former President of India, Bharat Ratna Pranab Mukherjee. He had been a guiding light for all of us. His contributions to the nation will be cherished forever. May God give the strength to the family members. May his soul rest in peace
pic.twitter.com/ZovuIpzazF
— Kiren Rijiju (@KirenRijiju) August 31, 2020
Extremely saddened to hear about the demise of Former President & Bharat Ratna Shri Pranab Mukherjee
#PranabMukherjee
— Saina Nehwal (@NSaina) August 31, 2020
এছাড়াও শোক প্রকাশ করেছেন ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং, শটলার সাইনা নেহওয়াল। কারুর কাছে তিনি অনুপ্রেরণা, কারুর কাছে তিনি মহান নেতা, কারুর কাছে তিনি একজন গুণী মানুষ। এছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর সংবাদ পেয়ে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর কিরন রিজিজু।
এছাড়া প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু খবর পেয়ে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয়।
The post প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে, শোক প্রকাশ করলেন বিরাট কোহলি... first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via bangla hunt
Comments
Post a Comment