অযোধ্যায় এলে স্বাগত জানানো হবে না উদ্ধব ঠাকরেকে, সিদ্ধান্ত রাম নগরীর সাধু সমাজের

বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিপক্ষে এবার অযোধ্যার সন্ত সমাজ। বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (kangana ranaut) পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল। মহারাষ্ট্র সরকার এবং কঙ্গনা রানাউতের মধ্যে ঘটে চলা উত্তেজনার মধ্যে এক কঠিন সিদ্ধান্ত নিল সাধু সমাজ। এমনকি অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসিরাও রয়েছেন কঙ্গনার সমর্থনে।

ভাঙ্গা হয় কঙ্গনার মুম্বাইয়ের অফিস
বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে মুখ খুলে মুম্বইয়ের ড্রাগ মাফিয়াদেরও মুখোশ খুলে দিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপর থেকেই নানা রকম হুমকির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এমনকি বৃহন্মুম্মবই পুর নিগম, কঙ্গনার মুম্বাই অফিস অবৈধভাবে নির্মিত হওয়ার অভিযোগে, অফিসের একাংশ ভেঙ্গেও দেয়। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর তর্ক বিতর্ক লেগেই রয়েছে।

কঙ্গনার পক্ষে বিশ্ব হিন্দু পরিষদ
এই পরিস্থিতিতে কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা বলেছেন, ‘মহারাষ্ট্র সরকার রানাউতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করছেন। কোনও কারণ ছাড়াই এক মহিলাকে আক্রমণ করা এবং তাঁর অফিস ভেঙ্গে দেওয়া, শিব সেনার থেকে একেবারেও অপ্রত্যাশিত। জাতীয়তাবাদকে সমর্থন করা এবং মুম্বইয়ের ড্রাগ মাফিয়াদের মুখোশ খুলে দেওয়ায় পর থেকেই অভিনেত্রীকে একের পর এক হুমকির মুখোমুখী হতে হচ্ছে’।

অযোধ্যায় স্বাগত পাবেন না উদ্ধব ঠাকরে
আবার, অযোধ্যার সন্ত সমাজের প্রধান মোহন্ত কানহাইয়া মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করে বলেছেন, ‘উদ্ধব ঠাকরের এই আচরণের জন্য তাঁকে আর অযোধ্যায় স্বাগত জানানো হবে না। শিব সেনা কেন এভাবে কঙ্গনাকে আক্রমণ করছে, সেটা সবাই বুঝতে পারছে’।

স্বাগত জানানো হবে না শিবসেনাকে
কঙ্গনার সমর্থনে হনুমানগড়ি মন্দিরের পুরোহিত মহন্ত রাজু দাস জানিয়েছেন, ‘উদ্ধব ঠাকরে ও শিব সেনাকে অযোধ্যায় স্বাগত জানানো তো হবেই না, উল্টে এখানে এলে তাঁদের অযোধ্যার সাধুদের তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হবে। এখনও অবধি তারা পালঘরের সাধুদের নির্মম হত্যাকাণ্ডের অপরাধীদের ধরতে পারল ন। কিন্তু এদিকে কঙ্গনা রানাউতের বিষয়ে চট জলদি সিদ্ধান্ত নিয়ে নিল’।

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC