বলের ওপর ব্যালান্স করতে করতে মেট্রোস্টেশনে ঢুকলো শূকরছানা, দুর্দান্ত ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও : পশুপাখির প্রচুর ভিডিও ভাইরাল (viral video) হয় প্রতিদিনই। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু ছানাবড়া নেটাগরিকদের। ফুটবলের ওপর ব্যালান্স করতে করতে মেট্রো স্টেশনে ঢুকছে শূকর ছানা।

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া পোস্ট গুলির মধ্যে যেমন কিছু পোস্ট আমাদের আনন্দ দেয়। তেমনই অনেক ভাইরাল ভিডিও দেখে আমরা শিউরে উঠি। কিন্তু শূকর ছানার এই ভিডিওটি যেমন মিষ্টি তেমনই অবিশ্বাস্য।

জানা যাচ্ছে, এই ভিডিওটি জাপানের রাজধানী টোকিওর কোনো এক মেট্রো স্টেশনের। ভিডিও এর ক্যপশনে লেখা হয়েছে “Outing Pinky, the first Tokyo station!”.

ভিডিওতে, পিঙ্কি নামের শূকর ছানাটিকে একটি বলের উপর ভারসাম্য বজায় রেখে এবং মুখে টিকিট নিয়ে একটি এএফসি গেট পেরিয়ে যেতে দেখা যায়। অনলাইনে পোস্ট হওয়ার পরে তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই 8 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি উপচে পড়েছে লাইক কমেন্টের বন্যা।

যদিও পরে জানা যায় ভিডিওটি একেবারেই নকল। কম্পিউটার গ্রাফিক্স দ্বারা পুরো ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকারীদের পক্ষ থেকে বলা হয়েছে “এটি ভার্চুয়াল মাইক্রো পিগি! পিঙ্কি একটি বিশেষ শূকর, তাই দয়া করে অন্যান্য প্রাণীদের অনুকরণ করবেন না ”

 

 

 

 

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC