টি-২০ সিরিজের ধাক্কা কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া, জিতে নিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ

বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজের পর গতকাল থেকে শুরু হয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। গতকাল ছিল এই সিরিজের প্রথম ম্যাচ আর প্রথম ম্যাচে স্মিথকে ছাড়াই বাজিমাত করলো অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া।

এইদিন টসে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। ব্যাটিং করতে নেমে শুরু থেকে একের পর এক ধাক্কা খায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুরুতেই ব্যক্তিগত ছয় রানে জোফ্রা আর্চারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার কয়েক ওভার পরেই ব্যক্তিগত 16 রান করে প্যাভিলিয়নে ফিরে যান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এইদিন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে 77 রানের সর্বোচ্চ স্কোর করেন ম্যাক্সওয়েল, এছাড়াও মিচেল মার্শ করেছেন 73 রান এবং স্টাইনিস করেছেন 43 রান। নির্ধারিত 50 ওভারে শেষে 9 উইকেট হারিয়ে 295 রান তোলে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেসন রয় এবং জো রুট কে হারিয়ে চাপে পড়ে যায় ইংরেজরা। ইংল্যান্ডের জনি বেয়াস্টিটো এবং স্যাম বিলিংস কিছুটা লড়াই করার চেষ্টা করলেও সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। অজি বোলারদের দাপটে 275 রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এর ফলে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ 19 রানে জিতে নিল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন অজি বোলার জোস হেজেলহুড। হেজেলহুড 10 ওভার বল করে 26 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছে।

via bangla hunt

Comments

Popular posts from this blog

latest news

বাংলার দুই প্রান্তে দুরকম আবহাওয়া, জেনে নিন কোথায় জারী হল সতর্কতাঃ আগামীকালের আবহাওয়া

কোভিড হাসপাতালে ১ লক্ষ বেডের ব্যবস্থা করা প্রথম রাজ্যে পরিণত হল উত্তরপ্রদেশ