Exclusive: রিয়া চক্রবর্তীর ড্রাগ স্টোরিতে বেরিয়ে এলো সবথেকে বড় নাম, সারা আলী খান

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় মুখ্য অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) ড্রাগস কেসে গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন। জামিন পাওয়ার জন্য রিয়া আদালতের সামনে বলেছিলেন যে, তিনি ড্রাগস নেন না আর NCB তাঁর উপর চাপ সৃষ্টি করে তাঁকে ড্রাগস নেওয়ার কথা স্বীকার করিয়েছে। এবার ন্যাশানাল মিডিয়া ZEE NEWS রিয়ার এই দাবি নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

জামিন নিয়ে শুনানির কয়েক ঘণ্টা আগেই রিয়ার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাঁকে ড্রাগস নিতে দেখা গিয়েছিল। ওই ভিডিওটি ZEE NEWS প্রকাশ করেছিল। ভিডিও সামনে আসার পর রিয়া চক্রবর্তী NCB কে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির সেই ২৫ জনের নামের তালিকা দেয়, যারা এই ড্রাগস মামলায় যুক্ত আছে।

NCB বলিউডের ২৫ জনের নাম গম্ভীরতার সাথে নিয়ে আগামী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। NCB ২৫ জনের মধ্যে সর্বপ্রথম পাঁচ জনকে চিহ্নিত করেছে। আর তাঁদের বিরুদ্ধে খুব শীঘ্রই অ্যাকশন নেওয়া হতে পারে।

ZEE NEWS এ রিয়ার ড্রাগস সেবনের ভিডিও দেখানোর পর সুশান্ত সিং রাজপুত মামলা এখনো পর্যন্ত সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রিয়া দ্বারা নাম নেওয়া মোট ২৫ জনের নাম NCB তিনটি ভাগে বিভক্ত করেছে। এরমানে এই যে, প্রথম পাঁচ জনের নামের পর আরও অনেক নাম সামনে আসবে। জি নিউজ ওই পাঁচ জনের নাম জানতে পেরেছে বলে দাবি করেছে। আর তাঁদের মধ্যে অন্যতম হলেন সারা আলী খান (Sara Ali Khan)।

এছাড়াও জি নিউজ আরও যেই চার জনের নাম জানিয়েছে, সেগুলো হল … বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ডিজাইনার সাইমন খাম্বাতা। সুশান্ত সিং রাজপুতের বন্ধু আর রেইন ড্রপ মিডিয়ার ফাউন্ডার এবং ডায়রেক্টর রোহিনি আইয়ার। এবং মুকেশ ছাবড়া।

এই পাঁচটি নাম NCB এর র‍্যাডারে আছে। NCB এর সুত্র অনুযায়ী, রিয়া ২০ পাতার বয়ান দিয়েছে। তাতে বিশেষ করে রাকুল প্রীত সিং, সাইমন, মুকেশ ছাবড়া আর রোহিনি আইয়ারের নাম নেওয়া হয়েছে। রিয়ার বলা নামে এই পাঁচ জনের বিরুদ্ধে খুব শীঘ্রই অ্যাকশন নেবে NCB। কারণ এরপর আরও বাকি ২০ জনের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তাঁদের।

via Bangla Hunt

Comments

Popular posts from this blog

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

করোনাতে মৃত্যু হল বিধাননগরের কাউন্সিলর সুভাষ বসুর

ম্যারাথন বৈঠকের পর টি-২০ বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে বড়সড় আপডেট দিল ICC