NCBর নজরে এবার করন জোহর, শীঘ্রই পেতে পারেন সমন
বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় মাদক (drugs) যোগের তদন্তে নেমে এবার বলিউডের বহু নামজাদা ব্যক্তিত্বের নামের তালিকা হাতে এসেছে এনসিবির (NCB)। জানা গিয়েছে, গত বছর ৩০ জুলাই করন জোহরের (karan johar) পার্টির ব্যাপারেও তদন্ত করতে পারে। উল্লেখ্য, একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে ওই পার্টি থেকে। পার্টিতে ছিলেন দীপিকা পাডুকোন, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, পরিচালক অয়ন ঘোষাল, বরুন ধাওয়ান, জোয়া আখতার, ভিকি কৌশল, রণবীর কাপুর সহ আরও অনেকে। করনের পার্টিতে উপস্থিত প্রত্যেকে ওই সময় মাদক সেবন করেছিলেন বলে দাবি করেন নেটিজেনরা। দীপিকা, রণবীর, বরুন, ভিকি সকলকেই অস্বাভাবিক, ঘুমন্ত অবস্থায় দেখাচ্ছিল। ভিকি কৌশলের মুখ দেখেই মনে হয়েছিল তিনি মাদক সেবন করেছেন। সকলেই অদ্ভূত আচরণ করছিলেন। NCBর বড় তথ্য ফাঁস শুক্রবার এই মাদক মামলায় বড়সড় তথ্য ফাঁস করল NCB। তারা জানায় বলিউডের ১৫ জন তারকাকে সন্দেহভানের তালিকায় রেখেছে তারা। এইসব তারকার নাম রিয়া চক্রবর্তী নিজের বয়ানে উল্লেখ করে। এদের সকলের বিরুদ্ধে মাদক সরবাহ ও সেবন করার অভিযোগ রয়েছে। রিয়ার বাড়িতে মাদক পাঠান দীপেশ N...